শনিবার ● ১০ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » পরিবেশ উন্নয়ন ও দূষণরোধে গণসচেতনতা বাড়াতে হবে ..লায়ন গনি মিয়া বাবুল
পরিবেশ উন্নয়ন ও দূষণরোধে গণসচেতনতা বাড়াতে হবে ..লায়ন গনি মিয়া বাবুল
বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, পরিবেশ উন্নয়ন ও দূষণরোধে গণসচেতনতা বাড়াতে হবে৷ দেশের আর্থসামাজিক উন্নয়ন অব্যাহত রাখতে পরিবেশ বিপর্যয় রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরী ৷ এশিয়া ছিন্নমুল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উদ্যোগে গত ৯ অক্টোবর সকাল ১০.০০টায় ঢাকার শাহবাগস্থ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী সেমিনার হলে (নীচতলা) ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়ন্স অব দ্যা আর্থ অর্জন : বাঙালি জাতির গৌরব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন ৷ তিনি আরো বলেন, বাসযোগ্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সকলকে সচেষ্ট থাকতে হবে ৷ পরিবেশ ও মানবাধিকার প্রতিষ্ঠা ও সংরক্ষণে সরকারের পাশাপাশি গণমাধ্যম ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে ৷
সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রথম চেয়ারম্যান বিচারপতি আমিরুল কবির চৌধুরী, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সভানেত্রী আশরাফুন্নেছা মোশাররফ (সাবেক এম.পি), এস.এম হাবিবউল্লাহ হাবিব প্রমুখ ৷ সংগঠনের সভাপতি মোঃ দুলাল মিয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম ৷ (বিজ্ঞপ্তি)