শুক্রবার ● ১৩ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » দৈনিক প্রথম আলো’র প্রকাশকের বিরুদ্ধে দুদক এ অভিযোগ
দৈনিক প্রথম আলো’র প্রকাশকের বিরুদ্ধে দুদক এ অভিযোগ
প্রেস বিজ্ঞপ্তি :: দৈনিক প্রথম আলো সম্পাদক প্রকাশকের বিরুদ্ধে দুদকে অভিযোগ সঠিক তদন্তের দাবি বৈধ পত্রিকা সাপ্তাহিক আলোকিত চট্টগ্রামের সাথে মিল রেখে অবৈধ আলোকিত চট্টগ্রাম বেআইনীভাবে প্রকাশের মাধ্যমে প্রায় ৫০ কোটি টাকার বিজ্ঞাপন হাতিয়ে নেয়ার অভিযোগ এনে দৈনিক প্রথম আলো পত্রিকা কর্তৃপক্ষের বিরুদ্ধে চট্টগ্রাম দুদক কার্যালয়ে অভিযোগ দিয়েছেন এম জামাল উদ্দিন নামের পত্রিকার সম্পাদক ৷ বিগত ২০০১ সাল থেকে চট্টগ্রাম জেলা প্রশাসক চট্টগ্রাম থেকে ডিক্লারেশন প্রাপ্ত বৈধ পত্রিকা সাপ্তাহিক আলোকিত চট্টগ্রাম পত্রিকাটির নাম জালিয়াতি করিয়া দৈনিক প্রথম আলো’র সাথে আলোকিত চট্টগ্রাম প্রকাশ করিয়া সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান হতে এ যাবত ৫০ কোটি টাকার বিজ্ঞাপন হাতিয়ে নেওয়ার অভিযোগ এনে সাপ্তাহিক আলোকিত চট্টগ্রাম প্রকাশক ও সম্পাদক এম. জামাল উদ্দিন বাদী হয়ে গত ১০.০৪.২০১৬ চট্টগ্রাম দুদক অফিসে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান প্রকাশক মাহফুজ আনাম সহ অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করেছেন ৷ দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম বিভাগের পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া বরাবরে অভিযোগ দাখিল করার বিষয়টি স্বীকার করেছেন সাপ্তাহিক আলোকিত চট্টগ্রাম ও দৈনিক চট্টগ্রামের পাতা প্রকাশক সম্পাদক এম জামাল উদ্দিন ৷ সাপ্তাহিক আলোকিত চট্টগ্রাম প্রকাশক সম্পাদক এম জামাল উদ্দিনের দায়ের করা অভিযোগটি দুর্ণীতি দমন কমিশন চট্টগ্রাম অফিস প্রথম আলোর জালিয়াতির বিষয় অনুসন্ধানের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে ৷