বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » জাতীয় অনলাইন প্রেসক্লাবের নব-গঠিত কমিটিকে অনাবিল ডট নেট এর অভিনন্দন
জাতীয় অনলাইন প্রেসক্লাবের নব-গঠিত কমিটিকে অনাবিল ডট নেট এর অভিনন্দন
জাতীয় অনলাইন প্রেসক্লাবের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে অভিন্দন জানিয়েছেন অনাবিল সংবাদ পরিবারের সদস্যৃবৃন্দ। অনাবিল সংবাদ পত্রিকার সম্পাদক: শাকিল ইফতেখার এক অভিনন্দন বার্তায় বলেন নব গঠিত কমিটির গতিশীল নেতৃত্বে জাতীয় অনলাইন প্রেসক্লাব একটি সুন্দর ও পরিচ্ছন্ন সংগঠনে রূপ নিবে ইনশাল্লাহ।অভিনন্দন বার্তায় অনাবিল সংবাদ পত্রিকার সম্পাদক: শাকিল ইফতেখার, বলেন, নব নির্বাচিত সভাপতি প্রযুক্তিবিদ ড.জানে আলম ও সদস্য সচিব হিসেবে বনপা’র কেন্দ্রীয় সভাপতি শামসুল আলম স্বপন নির্বাচিত হওয়ার মাধ্যমে অন্ধকার কেটে আলোর দিশা পাবে অনলাইন গণমাধ্যমে কর্মরত সকল সাংবাদিক ভাইদের। তাঁদের সুদক্ষ নেতৃত্বে অতীতের ন্যায় আবারো পুনরুজ্জীবিত হয়ে দাবী আদায়ে বলিষ্ঠ ভুমিকা রাখবে ইনশাল্লাহ। নবগঠিত কমিটির সদস্য সচিব বনপা কেন্দ্রীয় কমিটির সভাপতি শামসুল আলম স্বপনের সুযোগ্য নেতৃত্বে বর্তমানে বনপা সারাদেশে যে অনন্য অবস্থান তৈরী করতে সক্ষম হয়েছে ঠিক তেমনি জাতীয় অনলাইন প্রেসক্লাবও সমৃদ্ধ সংগঠনে পরিনত হবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন। তাঁর সুযোগ্য নেতৃত্বে ইতোমধ্যে সারাদেশে বনপা অনলাইন গণমাধ্যমের স্বীকৃতি আদায়ে যে সাহসী ও সময়োপযোগী আন্দোলন গড়ে তুলেছে তা সকলের জন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। অনলাইন মাধ্যম নিয়ে যারা ষড়যন্ত্রে মেতে উঠেছেন অচিরেই তারা আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন। সুবিধাভোগী অযোগ্য লোকদের সরিয়ে দিয়ে যোগ্য ও মেধাবীদের ঠিকানায় পরিণত করতে হবে জাতীয় অনলাইন প্রেসক্লাবকে। তবেই কাংখিত লক্ষ্যে পৌঁছানো যাবে বলে দাবী করেছেন তিনি। তিনি আরো জানান, ইতোমধ্যে চট্টগ্রামে বিশাল আয়োজনের মধ্য দিয়ে সকলের সর্বসম্মতি সিন্ধান্তক্রমে বনপা’র আহবায়ক কমিটি করে যে গণতান্ত্রিক ধারার সূচনা করেছেন তা অব্যাহত রাখলে এটিই হবে সকল অনলাইন মাধ্যমের বিশ্বস্থ ঠিকানা।(প্রেস বিজ্ঞপ্তি)