শনিবার ● ১৪ মে ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গা হরিধন মগপাড়া অংসুখা বৌদ্ধ বিহারে ভবন ও পানির সমস্যা
মাটিরাঙ্গা হরিধন মগপাড়া অংসুখা বৌদ্ধ বিহারে ভবন ও পানির সমস্যা
অন্তর মাহমুদ,মাটিরাঙ্গা প্রতিনিধি :: (৩১ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় দুপুর ২.২০মিঃ) খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলাধীন বেলছড়ি হরিধন মগপাড়া অংসুখা বৌদ্ধ বিহারে দীর্ঘদিনেও উল্লেখযোগ্য তেমন কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি৷ গ্রামের ধর্মপ্রাণ বৌদ্ধ জনগোষ্টির নিজস্ব উদ্যেগে ১৯৮৬ সালে এই বৌদ্ধ বিহারটি নির্মিত হয়৷ প্রায় ৫০০ বৌদ্ধ ধর্মাবলম্বী প্রতিদিন এই বৌদ্ধ বিহারে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে৷ বিগত প্রায় ৩০ বছরেও বিহারের মুল ভবনের পাকা করণের কাজ এখনো অর্থাভাবে করাতে পারেনি এই এলাকার দরিদ্র বৌদ্ধ জনগোষ্ঠি ৷
অংসুখা বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির বরাত দিয়ে জানা গেছে,প্রতিবার-ই আমরা চেয়ারম্যান,মেম্বার নির্বাচিত করতে বিশেষ অবদান রাখলেও নির্বাচন শেষে যোগ্য নেতৃত্বের অভাবে আমরা পিছিয়ে পরে আছি ধর্ম পালনের একমাত্র প্রতিষ্ঠান অংসুখা বৌদ্ধ বিহারের অবকাঠামোগত উন্নয়ন করাতে৷ আমাদের বিহারটি বর্তমানে কোন রকম পুরাতন কাঠের তৈরি কাঠামোর উপর দাড়িয়ে আছে৷ ভবনটি যে কোন সময় বৈশাখী ঝড়ের কবলে ভেঙ্গে পরার সম্ভাবনা রয়েছে৷ এছাড়াও রয়েছে চরম আকারে পানির সংকট৷ বিহারটি পাহাড়ের উপরে নির্মিত হওয়ায় পানির সমস্যায় পরতে হয় পুর্নাথীদের৷প্রতিদিন বিহারের প্রবেশ দ্বারে যে পরিমাণে পানির ব্যবস্থা রাখা দরকার হয় তা এলাকাবাসী পৰে যোগান দেয়া প্রায় অসম্ভব৷ বৌদ্ধ বিহার উন্নয়নে পাকা ভবন নির্মাণ ও পানির সমস্যা সমাধানে বিহার পরিচালনা কমিটির সভাপতি হুইল্যা প্রম্ন মার্মা,হরিধন মগপাড়ার কার্বারী মংসী প্রু মার্মাসহ এলাকার সকলে সরকারের নীতি নির্ধারকদের সূ-দৃষ্টি কামনা করেন৷