শনিবার ● ১৪ মে ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » ধর্মীয় শিক্ষা সমাজ থেকে অপরাধ প্রবনতা দূর করে :শফিকুর রহমান চৌধুরী
ধর্মীয় শিক্ষা সমাজ থেকে অপরাধ প্রবনতা দূর করে :শফিকুর রহমান চৌধুরী
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (৩১ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় দুপুর ২.৩০মিঃ) সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ধর্মীয় শিক্ষা মানুষকে সততা ও ন্যায়পরায়তা শিক্ষা দেয়৷ ধর্মীয় শিক্ষা সমাজ থেকে অপরাধ প্রবনতা দূর করে৷ সমাজে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে উদ্বুদ্ধ করে৷ তাই আমাদের শিশুদেরকে ছোট বেলা থেকে ধর্মীয় শিক্ষা প্রদান করা উচিত৷ তিনি আরও বলেন, সমাজের বঞ্চিত-অবহেলিত মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য জননেত্রী-প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কাজ করে যাচ্ছে৷ দেশের শিক্ষা, কৃষি, বিদ্যুৎ, স্বাস্থ্য, যোগাযোগ’সহ সকল ক্ষেত্রে সমভাবে ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে৷
তিনি শুক্রবার সকালে সিলেটের বিশ্বনাথে ‘দারুল কি্বরাত মজিদিয়া ফুলতলী টাষ্ট্র কর্তৃক অনুমোদিত আলহাজ্ব আবদুল মুতালিব চৌধুরী মেমোরিয়াল শাখা’র বিদায়ী সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন৷ নাজমুল আলম চৌধুরী অপুর সভাপতিত্বে ও বদরুল ইসলাম চৌধুরী শিপুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতির মেম্বার, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, সহ সভাপতি তজম্মুল আলী, সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়া, আওয়ামী লীগ নেতা ছিদ্দিকুর রহমান, শামছুল ইসলাম সবুজ, লাল মিয়া, আনোয়ার আলম চৌধুরী, ছালিক মিয়া, আতাউর রহমান, সিলেট জেলা ছাত্রলীগের সহ সভাপতি সোহেল আহমদ মুন্না, ছাত্রলীগ নেতা আবদুল হামিদ, মিয়াদ আহমদ৷
সাপ্তাহিক শাখা পরিচালনা করেন ক্বারী নুরুল ইসলাম, ক্বারী হাবিবুর রহমান, ক্বারী হেলাল উদ্দিন, ক্বারী আবদুল আজিজ, ক্বারী আবদুল্লাহ, ক্বারী সোহেল খান৷ প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী সাপ্তাহিক দারুল কি্বরাত প্রশিক্ষণে অংশগ্রহন করে৷ অনুষ্ঠানে বিভিন্ন শাখায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী৷