শনিবার ● ১৪ মে ২০১৬
প্রথম পাতা » করোনা আপডেট » ডা. নিহার রঞ্জন নন্দীকে ঢাকা এ্যাপেলো হাসপাতালে স্থানান্তর
ডা. নিহার রঞ্জন নন্দীকে ঢাকা এ্যাপেলো হাসপাতালে স্থানান্তর
ষ্টাফ রিপোর্টার :: (৩১ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.২০মিঃ)
রাঙামাটি সদর হাসপাতালের চিকিত্সক বিশিষ্ট গাইনী সহকারী কনসালটেন্ট ও সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর উপদেষ্টা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ডা. নিহার রঞ্জন নন্দীকে চট্টগ্রাম মেহেদীবাগ ম্যাক্স হাসপাতাল থেকে ঢাকা এ্যাপেলো হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ডা. নিহার রঞ্জন নন্দীকে ঢাকা এ্যাপেলো হাসপাতালের আইসিইউ’তে রাখা হয়েছে।
শনিবার দুপুর ২টার পর এয়ার এ্যামবুলেন্স যোগে চট্টগ্রাম থেকে ডা. নিহার রঞ্জন নন্দীকে ঢাকায় নেয়া হয় ।
ডা. নিহার রঞ্জন নন্দীকে চট্টগ্রাম মেহেদীবাগ ম্যাক্স হাসপাতাল থেকে ঢাকা এ্যাপেলো হাসপাতালে স্থানান্তরের বিষয়টি নিশ্চত করেন তার স্ত্রী বেবী নন্দী।
উল্লেখ্য গতকাল ১৩ মে শুক্রবার সকাল সোয়া দশটার দিকে রাঙামাটি থেকে চট্টগ্রামে যাওয়া পথে ডা. নিহার রঞ্জন নন্দীর ব্যাক্তিগত কার চট্ট মেট্টো - খ - ১১- ১০৬৩ চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পাহাড়ীকা বাস চট্টমেট্রো জ ১১-০১০৫ এর সাথে ঢালার মুখ অটো ব্রিকফিল্ড নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হলে ডা. নিহার রঞ্জন নন্দীর কারটি সম্পুর্ন দুমড়ে মুছড়ে যায় ৷ মুমুর্ষবস্থায় ডা. নিহার রঞ্জন নন্দীকে দুর্ঘটনাস্থল থেকে তাত্ক্ষনিকভাবে রাউজানের একটি হাসপাতালে ভর্তি করা হয় ৷ পরে অবস্থার অবনতি হওয়াতে তৎক্ষনিক ভাবে উন্নত চিকিত্সার জন্য চট্টগ্রামের মেহেদীবাগ ম্যাক্স হাসপাতালে নেওয়া হয় ৷
ডা.নিহার রঞ্জন নন্দীকে চাপা দেয়া ঘাতক বাসটির ড্রাইভারকে পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি বলে জানিয়েছেন সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর রাউজান প্রতিনিধি।
এদিকে রাঙামাটি সদর হাসপাতালের চিকিত্সক বিশিষ্ট গাইনী সহকারী কনসালটেন্ট ও সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর উপদেষ্টা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রাঙামাটি পার্বত্য জেলার অত্যান্ত জনপ্রিয় গাইনী চিকিৎসক ডা. নিহার রঞ্জন নন্দীর শারীরিক অবস্থার খোজ খবর নিতে তার শুভাকাঙ্খীরা প্রতিনিয়ত সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম অফিসে ফোনে যোগাযোগ এবং ডা. নিহার রঞ্জন নন্দীর শারীরিক অগ্রগতি ও সুস্থ্যতা কামনা করছেন।
এবিষয়ে তার স্ত্রীর ছোট ভাই ডা.পার্থ প্রতিম ডা. নিহার রঞ্জন নন্দীর শুভাকাঙ্খীদের বিচলিত না হওয়ার পরামর্শ দিয়েছেন এবং ডা. নিহার রঞ্জন নন্দীর পরিবারের পক্ষ থেকে সবার কাছে আশির্বাদ কামনা করেছেন।