শনিবার ● ১৪ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে নলকূপের গর্তে পড়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু
গাজীপুরে নলকূপের গর্তে পড়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩১ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.৪৫মিঃ) গাজীপুর সিটি করপোরেশনের হায়দারাবাদ সুকন্দিবাগ এলাকায় সাবমারসিবল (পানির পাম্প) স্থাপনের জন্য তৈরি করা কূপে পড়ে এক স্কুলছাত্র নিহত ও একজন আহত হয়েছে৷
১৪ মে শনিবার সকাল ১০টা ২০ মিনিটে হায়দারাবাদ শুকুন্দিরবাগ বাজার সংলগ্ন আইডিয়াল স্কুলের পাশে এ ঘটনা ঘটে৷
নিহতের নাম রোমানুর রহমান (৬)৷ সে স্থানীয় হায়দারাবাদ আইডিয়াল স্কুলের নার্সারী শ্রেণির ছাত্র৷ আহত একই শ্রেণির অপর ছাত্রের নাম পারভেজ সানি (৬)৷ নিহত শিশু রোমানুলের পিতার নাম বিল্লাল হোসেন৷
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানায়, প্রায় দুই বছর আগে সুকন্দিরবাগ এলাকায় হায়দরাবাদ আইডিয়াল স্কুল এন্ড কলেজের সাবমারসিবল স্থাপনের জন্য একটি কূপ খনন করা হয়৷ পরে এটি পরিত্যক্ত অবস্থায় বালি দিয়ে ভরাট ছিল৷ গত দুই দিন বৃষ্টি হওয়ার ফলে বালি নিচের দিকে দেবে যায়৷
শনিবার সকাল দশটার দিকে ওই স্কুলের ছাত্ররা মাঠে খেলাধুলা করছিল৷ এক পর্যায়ে দুই ছাত্র ওই কূপে পড়ে যায়৷ পরে পৌনে ১১টার দিকে স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রোমানুরকে মৃত ঘোষণা করেন৷
আহত ছাত্র পারভেজ বর্তমানে সুস্থ আছে বলে জানিয়েছেন ওয়ার্ড কাউন্সিলর মাসুদুল হাসান বিল্লাল৷
স্কুলের শিক্ষক রুবেল শেখ আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে বলেন, স্কুলের নবনির্মিত ভবনের সামনে কয়েক মাস আগে একটি গভীর নলকূপ বসানো হয়৷ কিন্তু পানি না ওঠায় তা তুলে গর্ত বালি দিয়ে ভরাট করে ফেলা হয়৷ শনিবার সকালে পরীক্ষা দিয়ে বের হয়ে ভবনের সামনে খেলছিল শিশু দুটি৷ এ সময় ভেতরে পড়ে যায় তারা৷
টঙ্গী ফায়ার সার্ভিস কর্মকর্তা সেলিম মিয়া আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে বলেন, ১০/১২ ফুট গর্তের ভেতর রোহানুরের উপরে পরে সানি৷ উদ্ধারের আগেই রোহানুরের মৃত্যু হয়৷
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক আক্তাররুজ্জামান লিটন আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, সাবমারসিবলের পরিত্যক্ত কূপে পড়ে এক স্কুল ছাত্র নিহত ও একজন আহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন৷
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে মামলা নেওয়া হবে৷