শনিবার ● ১৪ মে ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে সোয়েটার কারখানায় অগ্নিকাণ্ড : দগ্ধ ২ শ্রমিক
গাজীপুরে সোয়েটার কারখানায় অগ্নিকাণ্ড : দগ্ধ ২ শ্রমিক
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩১ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.৩৭মিঃ) গাজীপুরের মোখরখাল বিজয় সড়ক এলাকায় নরসুন্দা সোয়াটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ আগুন নেভাতে গিয়ে কারখানার দুই শ্রমিক দগ্ধ হয়েছেন৷
১৪ মে শনিবার ভোরে এ ঘটনা ঘটে৷
আহতরা হলেন- জসিম উদ্দিন (২৫) ও তোফাজ্জল হোসেন (২৪)৷ আহতের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে৷
জয়দেবপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মোঃ হাসিবুল ইসলাম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, রাত সাড়ে ৩টার দিকে ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়৷ এ সময় আগুন নেভাতে গিয়ে কারখানা শ্রমিক জসিম ও তোফাজ্জল হোসেন আহত হয়৷ আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷
খবর পেয়ে টঙ্গী ও জয়দেবপুর ফায়ার স্টেশনের ৪টি ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নেভায়৷ আহতদের মধ্যে জসিমের পিঠ দ্বগ্ধ ও তোফাজ্জলের হাতে জখম হয়েছে৷ আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়৷ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে৷
কারখানার ব্যবস্থাপনা পরিচালক আবুল খায়ের আজিম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে বলেন, আগুনে সোয়েটার তৈরির জন্য সরবরাহ করা প্রায় এক কোটি টাকার সূতা এবং তার নিজের কেনা ৫০ লাখ টাকার ১৫০টি নিটিং ও লিকিং মেশিন পুড়ে গেছে৷
কারখানার ভবনের মালিক খোরশেদ আলম করে দাবি আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে বলেন, আগুনে একতলা ভবনের প্রায় দেড় কোটি টাকা ক্ষতি হয়েছে৷