শনিবার ● ১৪ মে ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে ভিজিডি কার্যক্রম সংক্রান্ত ওয়ার্কসপ
ঝিনাইদহে ভিজিডি কার্যক্রম সংক্রান্ত ওয়ার্কসপ
ঝিনাইদহ প্রতিনিধি :: (৩১ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.৪৫মিঃ) শনিবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিজিডি কর্মসূচির আওতায় ২০১৫-১৬ চক্রের ভিজিডি কার্যক্রম সংক্রান্ত প্রোগ্রাম রিভিও ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে৷ “ভিজিডি স্বনির্ভরতার জন্য সহায়তা,ভিজিডি কার্ড দয়া নয়,এটা দুঃস্থ নারীর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী রিভিও ওয়ার্কসপ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু ইউসুফ মো: রেজাউর রহমান৷
ঢাকা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (ভিজিডি) মোঃ আবুল কাশেম এর সভাপতিত্বে ওয়ার্কসপ অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার৷
ওয়ার্কসপ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার রহমান৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু ইউসুফ মো: রেজাউর রহমান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সহকারী সচিব মাসুদুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের জাকির হোসেন খন্দকার৷
অনুষ্ঠান উপস্থাপনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম৷ ঝিনাইদহ,যশোর,মাগুরা,কুষ্টিয়া,চুয়াডাঙ্গা ও মেহেরপুর ৬টি জেলার মহিলা বিষয়ক কর্মকর্তাগন,প্রোগ্রাম অফিসার,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাগন ও এনজিওর নির্বাহী পরিচালক/সমন্বয়কারীসহ ৬১জন ভিজিডি কার্যক্রম সংক্রানত্ম প্রোগ্রাম রিভিও ওয়ার্কসপ-এ অংশ নেন৷
সার্বিকভাবে সহযোগিতা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ক্রেডিট সুপার ভাইজার তাসলিমা খাতুন ,এস,এম সোহেল রানা ,প্রদীপ সাহা,ইব্রাহিম হোসেন,শিল্টুর রহমান প্রমূখ৷
“ভিজিডি স্বনির্ভরতার জন্য সহায়তা,ভিজিডি কার্ড দয়া নয়,এটা দুঃস্থ নারীর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রুপ পেজেন্টেশন মাঠ পযর্ায়ে ভিজিডি কর্মসূচির সার্বিক বাসত্মবায়ন আগ্রগতি সম্পর্কে পাওয়ার পয়েন্ট পেজেন্টেশন এইড ফাউন্ডেশন এর পক্ষে প্রকল্প সমন্বয়কারী শরিফুল ইসলাম,সিডিপির পক্ষে সমন্বয়কারী প্রভোনজ বিশ্বাস,আর আর এফ এর পক্ষে সমন্বয়কারী খালেদা নার্গিস,মাগুরা জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জহুরা,যশোর জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সকিনা খাতুন,অভয়নগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা রাণী মজুমদার,কালিগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শরীফা আক্তার,এনজিও আত্ব বিশ্বাস এর শাহেদ হাসান হালিম,,সিডিপি’র প্রভোনজ বিশ্বাস৷