রবিবার ● ১৫ মে ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » ধান গবেষণা ইনষ্টিটিউটের অডিটরিয়ামে আগুন
ধান গবেষণা ইনষ্টিটিউটের অডিটরিয়ামে আগুন
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩১ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.৫০মিঃ) গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউটের (ব্রি) কাজী বদরুদ্দোজা অডিটরিয়ামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট কর্মীরা প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নেভায়৷
জয়দেবপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার হাসিবুল ইসলাম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, ১৩ মে শুক্রবার বিকেলে মিলনায়তনের জানালা দিয়ে ধোঁয়া দেখে নিরাপত্তা কর্মীরা ফায়ার সার্ভিসে খবর দেয়৷ খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কর্মীরা প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে৷ অগ্নিকাণ্ডে মিলনায়তনের ভেতরের দরজা, জানালা, পরদা, চেয়ার, ডেকোরেশন পুড়ে গেছে এবং দু’টি এয়ার কন্ডিশনার ক্ষতিগ্রস্থ হয়েছে৷ বজ্রপাতের কারণে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করেন ওই কর্মকর্তা৷ তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি৷