রবিবার ● ১৫ মে ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » কলেজ ছাত্রীর বিয়ের দাবিতে মানববন্ধন
কলেজ ছাত্রীর বিয়ের দাবিতে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি :: (৩১ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.৬৭মিঃ) ঝিনাইদহ সদর উপজেলার কুঠিদুর্গপুর গ্রামে হিন্দু মেয়ের বিয়ের দাবি মেনে নিতে ও প্রতারক ইমরান হোসেন নামের এক প্রেমিকের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গ্রামবাসী৷ শনিবার সকালে শত শত গ্রামবাসী কুটিদুর্গাপুর শৈলমারী বাজারে মানবন্ধন কর্মসূচী পালন করে৷
প্রতারক ইমরান হোসেন ঝিনাইদহ শহরের কেসি কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র ও হিন্দু সমপ্রদায়ের মেয়ে মুক্তি রাণী একই কলেজের স্নাতক দ্বিতীয় বষের্র ছাত্রী৷
ঝিনাইদহের কুমড়াবাড়িয়া ইউনিয়নের মেম্বর কলিম উদ্দিন জানান, কুটিদূর্গাপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে ইমরান হোসেন পাশ্ববর্তী ডেফোলবাড়ি গ্রামের সরজিত কুমারের মেয়ে মুক্তিরানীর সাথে প্রেমের সম্পর্ক করে ৩ বছর ধরে ঝিনাইদহ শহরে একটি বাসা ভাড়া নিয়ে স্বামী স্ত্রীর মতো বসবাস করতো৷ মুক্তিরানী সমপ্রতি বিয়ের জন্য চাপ দিলে ইমরান তা অস্বীকার করে৷
এ ঘটনার পর গত ৮ মে তারিখ মুক্তিরানী বিয়ের দাবিতে ইমরানের বাড়িতে অবস্থান করে ৷ খবর পেয়ে পাশ্ববর্তী বেতাই পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই তরিকুল ইসলাম মেয়েটির পরিবারকে বুঝিয়ে তাদের হাতে তুলে দেয়৷ এ ঘটনার পর দিন আবার মুক্তিরানী ইমরানের বাড়িতে আবার চলে আসে৷
পরে পুলিশ তাকে উদ্ধার করে আদালতে সোপর্দ করে৷ আদালত তাকে আদালত তাকে বর্তমানে বাগেরহাট সেফহোমে পাঠিয়ে দেয়৷ আগামী ২৪ মে বিষয়টি নিয়ে আদালতে মিমাংসা হবে৷
এদিকে ইমরানের বাবা জানান, তার ছেলেকে ফিরে পেলে বিয়ে দেওয়া হবে৷ কিন্তু এখনো পর্যনত্ম কোন সিদ্ধানত্ম হয়নি৷ তিনি আরো জানান, মুক্তির দাবি ইমরান হিন্দুধর্ম গ্রহন করে তার সাথে বসবাস করেছে৷ এ ঘটনার প্রতিবাদে এবং ইমরানের শাস্তির দাবিতে শনিবার সকালে কুটিদুর্গাপুর-শৈলমারী বাজারে শত শত গ্রামবাসী মানববন্ধন কর্মসূচী পালন করে৷ তাদের দাবি ইমরানের সাথে মুক্তিরানীর বিয়ে দেওয়া হোক৷
ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, বিষয়টি তিনি জানেন৷ পারিবারিক ও সামাজিক ভাবে বিষয়টি মিমাংসা না হওয়ায় ঘটনাটি আদালত পর্যন্ত গেছে৷