রবিবার ● ১৫ মে ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য অঞ্চলের বাঙ্গালীদের বন্ধু আলমগীর আর নেই
পার্বত্য অঞ্চলের বাঙ্গালীদের বন্ধু আলমগীর আর নেই
ষ্টাফ রিপোর্টার :: (১ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় দুপুর ২.৩০মিঃ)পার্বত্য চট্টগ্রামের বাঙ্গালীদের রাজনৈতিক অধিকার ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদী সংগঠন পার্বত্য গণ পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জালাল উদ্দিন মোহাম্মদ আলমগীর আর নেই।
১৫ মে রবিবার সকাল সাড়ে ৭টায় রিজার্ভবাজার (আব্দুল আলি একাডেমী এলাকা) নিজ বাস ভবনে তিনি মৃত্যুবরন করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসার রোগে ভুগ ছিলেন। মুত্যুকালে তার বয়স ৮০ বছর। সকাল সাড়ে ১১টায় রিজার্ভবাজার কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় রাঙামাটি জেলার স্থানীয় রাজনৈতিক নেতা,প্রশাসনের উর্ধতন কর্মকর্তা,সাংবাদিক,বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। তারপর তার স্বজনরা জালাল উদ্দিন মোহাম্মদ আলমগীরের মরদেহ ফটিকছড়ি তার গ্রামের বাড়িতে নিয়ে যায়, গ্রামের বাড়িতে স্থানীয় মসজিদে দুপুর ২টায় তার জানাযা অনুষ্ঠিত হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে,২ মেয়ে ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
পার্বত্য এলাকার বাঙ্গালীদের বন্ধু জালাল উদ্দিন মোহাম্মদ আলমগীর মৃত্যুতে স্থানীয় বাঙ্গালীরা গভীরভাবে শোকাহত। পার্বত্য বাঙ্গালী জনগণের অধিকার আদায়ের সময়ের সাহসী কণ্ঠস্বর জালাল উদ্দিন মোহাম্মদ আলমগীর মৃত্যুতে পার্বত্যবাসী একজন যোগ্য ও নিবেদিত নেতৃত্ব হারালো। তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং তার শোহাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে পার্বত্য অঞ্চলে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।