রবিবার ● ১৫ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বৌদ্ধ ভিক্ষু হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর
বৌদ্ধ ভিক্ষু হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর
অনলাইন ডেস্ক :: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে নিজ ধ্যান ঘরে দুবৃত্তের দ্বারা বৌদ্ধ ভিক্ষু উ গাইন্দ্যা হত্যার ঘটনাস্থল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, পুলিশ সুপার মিজানুর রহমান,বিজিবি’র নায়েব সুবেদার খুরশেদ আলমের নেতৃত্বে নাইক্ষ্যংছড়িস্থ ৩১ বিজিবির একটি টহল দল, ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু শাফায়েত মোহাম্মদ শাহেদুল ইসলাম বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অনলাইন পোর্টাল দি বুড্ডিস্ট টাইমস সূত্রে বরাতে জানা যায়, পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর গতকাল বিকাল ৫টার সময় ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা পুলিশ সুপার ও স্থানীয় প্রশাসনকে ঘটনার সুষ্ঠ তদন্ত পূর্বক দোষীদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেছেন।
সরজমিনে প্রতিবেদনের জানায়, মূল বিহারের চারশত গজ দূরত্বে পরিত্যক্ত জুনিয়র হাইস্কুলের কাছেই অবস্থিত নিজের ধ্যান ঘরের ভিতরেই উ গাইন্দ্যা ভিক্ষুর লাশ গলাকাটা অবস্থায় পড়ে রয়েছে। কিন্তু বিহারের কোন জিনিস পত্র এলোমেলো নেই এবং কোন প্রকার টাকা-পয়সা বা মূর্তি লুটতরাজ হয়নি ।
স্থানীয় বাসিন্দাদের সূত্র জানায়, খুন হওয়া উ গাইন্দ্যা ভিক্ষু (মংশৈউ চাক) এলাকায় বাইট্যা মছু নামে ব্যাপক পরিচিতি ছিল। তিনি সহজ-সরলমনা হওয়ায় এলাকার সবাই তাকে ভালবাসত। তবে তিনি একা থাকতে ভালবাসতেন। এলাকায় কারো সাথে তার শত্রুতা থাকতে পারে এটা কল্পনাও করা যায় না। তারা আরো জানান, উ গাইন্দ্যা ভিক্ষু বিগত ২/৩ বছর ধরে নিজের জায়গায় ধ্যান ঘর তৈরী করে সেখানে একা বসবাস করতেন।