সোমবার ● ১৬ মে ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ইন্টার্ণ ডিপ্লোমা ডাক্তাররা কর্মবিরতী পালন করছে
গাজীপুরে ইন্টার্ণ ডিপ্লোমা ডাক্তাররা কর্মবিরতী পালন করছে
গাজীপুর জেলা প্রতিনিধি :: ইন্টার্ণ ডিপ্লোমা ডক্টর’স এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ডাকে ৫ দফা দাবী আদায়ের লক্ষে ১৫ মে রবিবার রাত ৮টা থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ণ ডিপ্লোমা ডাক্তাররা অনিদিষ্টকালের জন্য কর্মবিরতী পালন করছে ৷
৫ দফা দাবী বাস্তবায়ন কমিটি ও ইন্টার্ণ ডিপেস্নামা ডক্টর’স এসোসিয়েশনের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল শাখার আহবায়ক মোঃ নাহিদ খন্দকার ও সদস্য সচিব সৌরভ ঘোষ শুভ ১৫ মে রবিবার রাতে আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে বলেন, ৫ দফা দাবী মেনে নেয়ার জন্য সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা মাননীয় সরকারকে ১০ দিনের আল্টিমেটাম দিয়েছিল৷ দাবী মেনে না নেয়ায় ১৬ মে সোমবার সকালে শতাধিক ইন্টার্ণ ডিপ্লোমা ডাক্তাররা আমরণ অনশন কর্মসূচীতে অংশগ্রহণ করতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে রওনা দিচ্ছি৷
তারা অরো বলেন, আমাদের উচ্চ শিক্ষার ব্যবস্থা করা, কমিউনিটি ক্লিনিকসহ বিভিন্ন অধিদপ্তর, বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকে নতুন পদ সৃষ্টি সমূহ ও পদায়ন৷ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের বেতন ভাতাসহ পদমর্যাদা ১১তম থেকে ১০তম গ্রেডে উনি্নত করন৷ মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং কোর্সের শিক্ষার্থীদের জন্য “মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ” নামে স্বতন্ত্র বোর্ড গঠন৷ ইন্টার্ণী শিক্ষার্থীদের জস্য নীতিমালা প্রণয়ন এবং ভাতা প্রদান করা৷