সোমবার ● ১৬ মে ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে আজাদ জীম সেন্টারের মিলাদ মাহফিল
বিশ্বনাথে আজাদ জীম সেন্টারের মিলাদ মাহফিল
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি ::(২ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২০মিঃ) বিশ্বনাথে আজাদ জীম সেন্টারের ১০ বছর পূর্তি উপলক্ষে সোমবার বাদ যোহর উপজেলা সদরের পুরান বাজারস্থ হাজী ইনত্মাজ কমপ্লেক্সে দোয়া ও দোয়ামাহিল অনুষ্ঠিত হয়৷
এসময় বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মজম্মিল আলী, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, যুগ্ম-সম্পাদক হাজী আবদুল হাই, বিশিষ্ট সমাজসেবক আখলিছ আলী সরকার, খাজাঞ্জি ইউপি চেয়ারম্যান তালকুদার গিয়াস উদ্দিন, দলিল লেখক কলমদর আলী,যুক্তরাজ্য প্রবাসী সিরাজুল ইসলাম সিরাজ, আবদুল বাছিত বকুল, সমাজসেবক এটি এম নূর উদ্দিন, আলাল আহমদ, মখলিছ, আবদুস সবুর, আরব আলী, জীম সেন্টারে মালিক প্রবাসী আজাদ মিয়া, জীম সেন্টারের পরিচালক ফজলুল আমিন, আবদুর রব সরকার, জাহাঙীর, রফিক আহমদ, সালাম, আবদুস সামাদ সরকার, কাইয়ুম, আবদুর রউফ, মুমিন ও সংগঠক রানা মিয়া প্রমুখ৷