সোমবার ● ১৬ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন
গাজীপুরে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৫মিঃ) গাজীপুরে পূর্বশত্রম্নতায় পিটিয়ে হত্যার দায়ে মোঃ রাসেল (৩২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত৷ এসময় সাজাপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়৷
১৬ মে সোমবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক জনাকীর্ন আদালতে এ রায় দেন৷
দণ্ডপ্রাপ্ত রাসেল গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের গোলচালা গ্রামের মৃত জহুর উদ্দিনের ছেলে৷
গাজীপুর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোঃ হারিছ উদ্দিন আহম্মদ আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, পূর্ব শত্রম্নতার জের ধরে ২০১০ সালের ২১ সেপ্টেম্বর দুপুরে মেছের আলী শ্রীপুরের ভেরামতলী পাগলার বাজারে পৌঁছলে প্রতিপক্ষের রাসেলের নেতৃত্বে আসামিরা তাকে পিটিয়ে আহত করে৷ পরে তাকে গুরুতর আহতাবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়৷
সেখানে তার অবস্থার অবনতি হলে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে তাকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে চিকিত্সাধীন অবস্থায় ২৩ সেপ্টেম্বর রাতে মেছের আলী মারা যান৷
এ ঘটনায় নিহতের ছেলে জমির উদ্দিন বাদী হয়ে রাসেলসহ ৪ জনের নামে এবং অজ্ঞাত আরো ৫-৬ জনকে আসামি করে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন৷ পরে পুলিশ মামলার প্রধান আসামি রাসেলকে গ্রেফতার করে৷ পরে মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক তদন্ত শেষে রাসেলকে অভিযুক্ত করে ওই বছরের ৩১ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন৷
১২ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রাসেল দোষী সাব্যস্ত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন বিচারক৷
রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন পিপি মোঃ হারিছ উদ্দিন আহম্মদ ও আসামি পক্ষে ছিলেন এডভোকেট মোঃ শহীদুল ইসলাম৷