সোমবার ● ১৬ মে ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে বিদ্রোহী ৫ প্রার্থীকে সতর্ক করলেন জেলা আওয়ামী লীগ
আলীকদমে বিদ্রোহী ৫ প্রার্থীকে সতর্ক করলেন জেলা আওয়ামী লীগ
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (২ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০মিঃ) পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলায় অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহন করায় আওয়ামী লীগের ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে সতর্ক করলেন জেলা আওয়ামীলীগ৷ সোমবার সকাল ১০ টায় আলীকদম উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এক সমাবেশে বিদ্রোহী প্রার্থীদেরকে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়৷ অভিযুক্ত নিদ্রোহী প্রার্থীরা হলেন- ১নং আলীকদম ইউনিয়ন থেকে সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নাছির উদ্দিন, ২নং চৈক্ষং ইউনিয়ন থেকে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মিজবাহ উদ্দিন, সাবেক সহ সভাপতি প্রুথোয়াই অং মারমা, সাবেক দপ্তর সম্পাদক শফিউল আলম এবং তিন নং নয়াপাড়া ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য রেংকু ম্রো৷
নোটিশে বিদ্রোহী প্রার্থীদের নোটিশ প্রাপ্তির ৩ কর্মদিবসে মধ্যে সন্তোষজনক লিখিত কারণ দর্শাতে বলা হয়েছে৷ অন্যথায় দল থেকে বহিষ্কার করা হবে পত্র বরাতে জানা গেছে৷ এসময় উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক মোজাপ্ফর, সধারণ সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য থোয়াইচাহ্লা মারমা এবং উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ৷ এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে বলে দলের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে গোপনে বা প্রকাশ্যে অন্য কোন প্রার্থীর হয়ে কাজ করলে কিংবা দলের সিদ্ধান্ত না মেনে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করার চেষ্টা করলে সে যেই হোক তাকে ছাড় দেওয়া হবেনা৷