মঙ্গলবার ● ১৭ মে ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » টেকসই উন্নত দেশ গড়তে প্রকৌশলী-প্রযুক্তিবিদদের অগ্রণী ভূমিকা প্রয়োজন : চুয়েট ভিসি
টেকসই উন্নত দেশ গড়তে প্রকৌশলী-প্রযুক্তিবিদদের অগ্রণী ভূমিকা প্রয়োজন : চুয়েট ভিসি
রাউজান প্রতিনিধি :: (৩ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৪.৪৪মিঃ) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেছেন, ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়ার লক্ষ্যমাত্রা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এখন মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশ হিসেবে আত্ম প্রকাশে বিভিন্ন কার্যক্রম পরচালিত হচ্ছে। এই উন্নয়নমূলক অগ্রযাত্রাকে টেকসই করতে হলে প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি আরো বলেন, মেকার ফেস্ট এর মতো সৃষ্টিশীল আয়োজন নতুন উদ্ভাবক, গবেষক ও বিজ্ঞানীদের জন্য ইতিবাচক প্রভাব বয়ে আনে। তরুন প্রকৌশলী ও প্রযুক্তিবিদরা এখানে নিজেদের মেধা ও যোগ্যতার প্রমাণ তুলে ধরতে পারেন। তিনি মঙ্গলবার ১৭ মে সকালে চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত দিনব্যাপী ‘মেকার ফেস্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বেটার স্টোরিজ-এর আয়োজনে এই মেকার ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন ও মেকার ফেস্টেও কো-অর্ডিনেটর. ইরাদ কাওসার।
অনুষ্ঠনটি সঞ্চালনায় ছিলেন মেকার ফেস্ট, চুয়েট এর কো-অর্ডিনেটর ফারহানা ইসলাম।
‘মেকার ফেস্ট’এর অন্যান্য অনুষ্ঠানের মধ্যে ছিল সেমিনার ও প্রকল্প প্রদশনী ইত্যাদি।