মঙ্গলবার ● ১৭ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » প্রেমিকাকে বেঁধে রেখে রাতভর নির্যাতন
প্রেমিকাকে বেঁধে রেখে রাতভর নির্যাতন
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামে হাসিনা খাতুন (২২) নামে এক কলেজ ছাত্রীকে (প্রেমিকা) দঁড়ি দিয়ে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে প্রেমিক বকুল ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে ৷
মেয়েটি (প্রেমিকা) বিয়ের দাবি নিয়ে তার প্রেমিক বকুল হোসেনের বাড়িতে গেলে তার ওপর এই নির্যাতন চালানো হয় ৷ হাসিনা খাতুন মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়াপুর গ্রামের জালাল উদ্দীন শেখের মেয়ে ৷
খবর পেয়ে পুলিশ মঙ্গলবার সকালে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে ৷
ঝিনাইদহ সদর থানায় আনার পর মেয়েটি জানায়,তাকে বিয়ে করার প্রস্তাব দিয়ে পোড়াহাটী গ্রামের ইমান আলীর ছেলে বকুল হোসেন প্রায় ২ বছর ধরে সম্পর্ক গড়ে তোলে৷ বকুল হোসেন তাকে বিয়ে করবে না বলে জানিয়ে দিলে সোমবার রাতে মেয়েটি বকুলের বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হয় ৷
হাসিনা পোড়াহাটি গ্রামে আসার পর বকুল ও তার পরিবারের লোকজন মেয়েটিকে দঁড়ি দিয়ে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে সারারাত নির্যাতন চালায় ৷ হাসিনা খাতুন বকুলের ভাবির চাচাতো বোন ৷ খবর পেয়ে পুলিশ মঙ্গলবার সকালে মেয়েটিকে ওই বাড়ি থেকে উদ্ধার করে ঝিনাইদহ থানায় নিয়ে যায়৷ পুলিশের উপস্থিতি টের পেয়ে বকুলসহ বাড়ির লোকজন পালিয়ে যায় ৷
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, মেয়েটিকে উদ্ধার করে থানায় আনা হয়েছে ৷ পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ৷