শনিবার ● ১০ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » সরকারি বনজ সম্পদ বন দস্যুদের কবলে
সরকারি বনজ সম্পদ বন দস্যুদের কবলে
শরিয়তপুর প্রতিনিধি :: শিধলকুড়ার সরকারি বনজ সম্পদ বন দস্যুদের কবলে। বনদস্যুর হাত থেকে রেহাই পেলনা পশ্চিম আদাশনের সরকারি রেন্ডি কড়াই গাছ। উপজেলা বনজ সম্পদ অফিসার সরে জমিনে পরিদর্শন করে জানতে পারলো- ডামুড্যা উপজেলার শিধলকুড়া ইউনিয়নের পশ্চিম আদাশনের দক্ষিন রাস্তার উপর দশ-দশটা কড়াই গাছ কেটে ফেলে রেখেছে। স্থানীয় লোকমারফতে জানতে পারলাম যে, গাছগুলো বন বিভাগের আওতাধীন হওয়ার বিক্রেতা (১) নুরু মাদবর, (২) তাজুল ইসলাম মাদবর (৩) দেলোয়ার হোসেন মাদবর সম্মিলিতভাবে প্রায় লক্ষাধিক টাকার গাছ গোপেনে ৪৫,০০০/- টাকায় বিক্রি করে দেন। ক্রেতা: সহিজ উদ্দিন বাঘা, গ্রাম: চর শিধলকুড়া, ওয়ার্ড নং:০৩। গোপনে তারা সরকারের কয়েক লক্ষ টাকার গাছ কেটে পরিবেশ ধ্বংস করার পাশাপাশি বন্যা, দূর্যোগ, সাইক্লোনেরমত ক্ষতিকরের হাত থেকে রক্ষাকারী পরিবেশের পরম বন্ধু রাস্তার দুই পাশের গাছ কেটে ফেলে রেখে দেন। এরা পরিবেশ দূষনে এগিয়ে এসে পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিসাধিত করে বন দস্যুর পরিছয় দিয়েছে। এরা সমাজ ও জাতির শত্রু। তাই এই সরকারি বনজ সম্পদ ক্রেতা বিক্রেতা সকল বন দস্যুর হাত থেকে পরিবেশকে রক্ষা করার জন্য আইনগত ব্যবস্থা নেওয়ার যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি। যাহাতে ভবিষ্যতে কোন বন দস্যু যেন এভাবে সরকারি বনজ সম্পদ বিনাশ করে সমাজ ও জাতীয় কোন বিপর্যয় ঘটাতে না পারে। এ বিষয়ে এলাকাবাসির পক্ষ থেকে শরীয়তপুর জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আপলোড : ১০ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৬. ৩৫ মিঃ