বুধবার ● ১৮ মে ২০১৬
প্রথম পাতা » জাতীয় » শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনার ধারক-বাহক : বিচারপতি মোহাম্মদ মমতাজউদ্দিন আহমেদ
শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনার ধারক-বাহক : বিচারপতি মোহাম্মদ মমতাজউদ্দিন আহমেদ
ঢাকা প্রতিনিধি :: বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজউদ্দিন আহমেদ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা জননেত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনার ধারক-বাহক ৷ ১৯৮১ সালের ১৭ মে স্বদেশ প্রত্যাবর্তনের পর থেকে দীর্ঘ ৩৫ বছর যাবত দেশের সর্বস্তরে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে তিনি কাজ করছেন ৷
জননেত্রী শেখ হাসিনার ৩৬তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কনফারেন্স রুমে ১৭ মে সকালে ‘জননেত্রী শেখ হাসিনা ও মুক্তিযুদ্ধের চেতনা’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷
বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কবি কাজী রোজী ৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা ও সংগঠনের উপদেষ্টা মোঃ তোফাজ্জল হোসেন ৷ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ব বাঙালি সম্মেলনের সভাপতি কবি মুহম্মদ আবদুল খালেক, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ ঢাকা উত্তরের সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও অধ্যক্ষ মোঃ আবু হানিফ খান প্রমুখ ৷
আরো উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম তালুকদার, পাঠাগার সম্পাদক কামাল হোসেন খান, নির্বাহী সদস্য মোঃ মাসুদ আলম, মোঃ দুলাল মিয়া ও ইয়াসিন খান ৷
আলোচনা শেষে শেখ হাসিনার দীর্ঘায়ু ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ৷ দোয়া মাহফিল পরিচালনা করেন সংগঠনের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল ৷