বুধবার ● ১৮ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে দুদকের মামলায় ব্যাংকার করুনা বিকাশ চাকমা গ্রেফতার
খাগড়াছড়িতে দুদকের মামলায় ব্যাংকার করুনা বিকাশ চাকমা গ্রেফতার
খাগড়াছড়ি প্রতিনিধি :: চেক জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে খাগড়াছড়ি অগ্রণী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক করুনা বিকাশ চাকমাকে গ্রেফতার করেছে দুদক। দুদকের রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক মো. সফিকুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে সোমবার ১৬ মে দুপুর সোয়া ১টায় খাগড়াছড়ি অগ্রণী ব্যাংকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
দুদকের সমন্বিত রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নিজাম উদ্দিন জানান, করুনা বিকাশ চাকমা খাগড়াছড়ি অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপকের দায়িত্বে থাকাকালে শাখার অন্য কর্মকর্তা উদয়ংকর দেওয়ান মিলে জনৈক ঠিকাদারের যোগসাজশে চেক জালিয়াতির মাধ্যমে দুই লাখ ৬০ হাজার টাকা আত্মসাৎ করেন। পরে ব্যাংকের উর্ধ্বতন কর্তৃপক্ষ করুনা বিকাশ চাকমাকে সাময়িক তাকে সাময়িক বরখাস্ত করে। দুর্নীতি দমন কমিশনের রাঙামাটি সমন্বিত কার্যালয়ের উপ পরিচালক সফিকুর রহমান ভুঁইয়া জানান, এই মামলায় অপর অভিযুক্ত যথাক্রমে মাটিরাঙ্গা উপজেলার সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী, সংশ্লিষ্ট ঠিকাদার এবং ব্যাংক শাখার অপর কর্মকর্তা উদয়ংকর দেওয়ানকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এ ঘটনায় চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি সমন্বিত রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জাহিদ কালাম বাদী হয়ে কমিশন আইন ১৯৪৭-এর সেকশন ৪২০, ৪৬৭, ৪৬৮ এবং ৫(২) অনুযায়ী মাটিরাঙা থানায় মামলাটি দায়ের করেন।