বুধবার ● ১৮ মে ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে অস্ট্রেলিয়া স্কলারশিপ প্রমোশনাল প্রোগ্রাম শীর্ষক সেমিনার
চুয়েটে অস্ট্রেলিয়া স্কলারশিপ প্রমোশনাল প্রোগ্রাম শীর্ষক সেমিনার
রাউজান প্রতিনিধি :: (৪ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.১০মিঃ) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ ‘অস্ট্রেলিয়া এ্যাওয়ার্ডস স্কলারশিপ প্রমোশনাল প্রোগ্রাম’ শীর্ষক এক সেমিনার ১৮ মে বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে অস্ট্রেলিয়ায় উচ্চ শিক্ষা গবেষণার সম্পর্কিত তথ্যাদি এবং স্কলারশিপের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
বিশেষ অতিথি ছিলেন চুয়েটের রেজিস্ট্রার (অতি:দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক উজ-জামান চৌধুরী।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চীফ টাউন প্ল্যানার শাহীনুল ইসলাম খান।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশস্থ অস্ট্রেলিয়ান হাই কমিশনের অস্ট্রেলিয়ান এ্যাওয়ার্ড এ্যাম্বাসেডর মাহারিনা জাফরিন।
সঞ্চালনায় ছিলেন চুয়েটের স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক সজীব পাল।
ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, বাংলাদেশ বর্তমানে নানা দিক-দিয়ে এগিয়ে যাচ্ছে। এ উন্নয়ন অগ্রযাত্রা টেকসই করে ধরে রাখতে হবে। এজন্য দরকার দক্ষ জনশক্তি। বিদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষা গবেষণা সম্পাদনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের বৃহত্তর উন্নয়নে সম্পৃক্ত হলে আমাদের অগ্রযাতা আরো বেশি মাত্রায় বৃদ্ধি পাবে। এক্ষেত্রে অস্ট্রেলিয়ার মত শান্তিপূর্ণ ও বন্ধুভাবাপন্ন দেশকে গন্তব্য হিসেবে ছাত্র ছাত্রীরা বিবেচনা করতে পারে।