বৃহস্পতিবার ● ১৯ মে ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কমরেড বোধিসত্ব চাকমা আর নেই
কমরেড বোধিসত্ব চাকমা আর নেই
ষ্টাফ রিপোর্টার :: হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ(মার্কসবাদী) এর রাঙামাটি জেলা সমন্বয়ক কমরেড বোধিসত্ব চাকমা (৪৩)৷ পারিবারিকসুত্রে জানা গেছে গত দুই ধরে জ্বরে ভুগছিলেন তিনি ৷ ১৮ মে বুধবার দুপুরে খাবারের পর হঠাত অস্বস্তি বোধ করলে তাকে দ্রুত রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই তিনি মৃত্যু বরন করেন৷ মৃত্যুকালে একপুত্র এক কণ্যা, স্ত্রী ও বাবা মা রেখে গেছেন৷ ১৯ মে বৃহস্পতিবার রাজবাড়ী শ্মশানে তার মরদেহ সতকার করা হবে৷
বোধিসত্ব চাকমার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কাস পার্টির রাঙামাটি জেলা সমন্বয়ক নির্মল বড়ুয়া মিলন, রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আব্বাস উদ্দিন চৌধুরী, বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন-বনপা’র রাঙামাটি জেলা কমিটির সভাপতি এডভোকেট লুতফুন্নেছা বেগম, সাধারন সম্পাদক জুঁই চাকমা, অনলাইন জুমনিউজ ডটকম এর প্রকাশক ও সম্পাদক পরশ চাকমা ও সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক মো. ওমর ফারুক ৷
কমরেড বোধিসত্ব চাকমা এক সময় পার্বত্য চট্টগ্রামের তুখোড় ছাত্রনেতা ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(পিসিজেএসএস)’র অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন৷