বৃহস্পতিবার ● ১৯ মে ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » তোকে যেন ভোটের মাঠে না দেখি
তোকে যেন ভোটের মাঠে না দেখি
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নে নৌকার প্রার্থী আশরাফুল ইসলামের বিরুদ্ধে ‘তোকে যেন ভোটের মাঠে না দেখি’ বলে হুমকিসহ সন্ত্রাস সৃষ্টি, ভোটারদের মারধর, নির্বাচনী প্রচারণায় বাঁধা প্রদান ও আচরণ-বিধি ভঙ্গের অভিযোগ করেছে স্বতন্ত্র প্রার্থী রবি জোয়ারদার৷
বুধবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী (আনারস) তারিকুল ইসলাম রবি জোয়ারদার৷ এ সময় তার সাথে রুহুল আমিন, আলমগীর হোসেন, গোলাম মোস্তফা ও শাহজাহান আলী উপস্থিত ছিলেন৷
লিখিত বক্তব্যে তিনি বলেন, কুমড়াবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আশরাফুল ইসলাম নির্বাচনী মাঠে নামার পর থেকেই সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে আচরণ বিধি লঙ্ঘন করে যাচ্ছেন৷ তাকে (স্বতন্ত্র প্রার্থী) নির্বাচনী মাঠে কাজ করতে দেওয়া হচ্ছে না৷ অস্ত্রসস্ত্র নিয়ে সারা ইউনিয়ন জুড়ে ত্রাস সৃষ্টি করা হচ্ছে৷ পোষ্টার ছিড়ে ফেলা হচ্ছে৷ আনারস প্রতীকের সমর্থকদের বাড়িতে বাড়িতে অস্ত্রধারীদের পাঠিয়ে হুমকী দেওয়া হচ্ছে৷
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ধোপাবিলা গ্রামের আনারস সমর্থক আমজাদ মেম্বরকে আশরাফুলের গুন্ডা বাহিনী কুপিয়ে জখম করে৷ এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় মামলা হলেও আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে৷ স্বতন্ত্র প্রার্থী (আনারস) তারিকুল ইসলাম রবি জোর্য়াদার জানান,
ধোপাবিলা হাইস্কুলের সামনে ১০/১২টি মটরসাইকেল মহড়া দিয়ে আমার সমর্থক আলম মোল্লাকে কুপিয়ে জখম করে৷ এ সময় খেজুর জোয়ারদারসহ আরো ৬/৭ জনকে মারধর করা হয়৷ ঘটনার সময় ঝিনাইদহ সদর থানার এসআই আমিনুল ইসলাম ঘটনাস্থলে পৌছে খবরের সত্যতা পান এবং দুই বস্তা রামদাসহ নৌকার ক্যাডার মতিয়ার রহমানকে পুলিশ গ্রেফতার করে৷ তিনি অভিযোগ করেন নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন জনযুদ্ধের ক্যাডার ইসাহাক আলী, মন্টু মহুরী, মিজান ও শহিদুল আনারস প্রতীকের সমর্থকদের প্রতিনিয়ত হুমকী-ধমকী দিয়ে চলেছে৷
স্বতন্ত্র প্রার্থী রবি জোয়ারদার দাবী করেন, নির্বাচনী মাঠ থেকে সরে যেতে নৌকার প্রার্থী আশরাফুল ইসলাম তাকে হুমকী দিচ্ছে৷ “তোকে যেন ভোটের মাঠে না দেখি” এই বলে শাসানো হচ্ছে৷ আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি৷ ভয়ে নির্বাচনী মাঠ ছেড়ে ঝিনাইদহ শহরে পালিয়ে বেড়াচ্ছি৷ এসব বিষয়ে জেলা নির্বাচন অফিসে অভিযোগ করেও কোন ফল পাওয়া যাচ্ছে না৷
সাংবাদিক সম্মেলনে তিনি নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের হসত্মক্ষেপ কামনা করেন৷