বৃহস্পতিবার ● ১৯ মে ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন
ঝিনাইদহে ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন
ঝিনাইদহ প্রতিনিধি :: বুধবার সকালে ঝিনাইদহ কাঞ্চনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রতিবন্ধি ও একীভূত ক্রীড়া প্রতিযোগিতা আলোচনা সভা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷ কাঞ্চনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিলি আফরোজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন৷
এসএলএফ নেদারল্যান্ড এর আর্থিক সহযোগিতায় এইড ফাউন্ডেশনের আয়োজনে বক্তব্য রাখেন এইড ফাউন্ডেশনের প্রতিবন্ধি শিশু পুনর্বাসন কর্মসূচির সহকারী শিক্ষক মহাসেনা রহমান,সুরাতুন নেসা,শাহীনা আক্তার,অর্পনা বিশ্বাস,তানিয়া সুলতানা,জহুরা খাতুন,নাজমুন নাহার,নাজমা খাতুন, নুরুন্নাহার,প্যারেন্স ক্লাবের সাবেক সভাপতি জাকিরুল ইসলাম বাবু, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার এনামুল কবির টিপু ,সহকারী প্রগ্রাম অফিসার ফাতেমা জাহান রুমা ,প্রোগ্রাম অফিসার মাহামুদ আলী, হিসাব রক্ষক রুমাইয়া ইয়াসমিন রুনা ও মাকসুদা আক্তার স্বর্ণা প্রমূখ ৷
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিলি আফরোজ সহ অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরুস্কার তুলে দেন৷ বাক ও শ্রবণ প্রতিবন্ধী,সাধারন শিক্ষার্থী, কিশোর-কিশোরী,যুবক-যুবতী ও তাদের অভিভাবকদের অংশগ্রহনে দৌড় প্রতিযোগিতা,দড়িলাফ,চকলেট দৌড়,মারবেল দৌড়,মোরগ লড়াই,চেয়ার সিটিং,বালিশ বদলসহ ৮ খেলায় অংশ নেয়৷
আলোচনা অনুষ্ঠান পরিচালনা কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার এনামুল কবির টিপু৷ অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক,প্রতিবন্ধি শিশুকিশোর, প্রতিবন্ধি শিশুদের অভিভাবক,চাইল্ড ক্লাবের সদস্য,প্যারেন্স ক্লাবের সদস্য,বিভিন্ন এনজিও কর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার-মানুষ উপস্থিত ছিলেন৷ সার্বিক ভাবে সহযোগিতা করেন প্রতিবন্ধি শিশু পুনর্বাসন কর্মসূচির সহকারী প্রগ্রাম অফিসার ফাতেমা জাহান রুমা ,প্রোগ্রাম অফিসার মাহামুদ আলী ও হিসাব রক্ষক রুমাইয়া ইয়াসমিন রুনা৷