বৃহস্পতিবার ● ১৯ মে ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে মাতৃভাষার স্কুলের উদ্বোধন
কাউখালীতে মাতৃভাষার স্কুলের উদ্বোধন
কাউখালী প্রতিনিধি :: পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাতৃভাষা ভিত্তিক বহু ভাষা শিক্ষার উপর রাঙামাটি জেলার কাউখালী উপজেলায় বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে পরিচালিত মারমা ভাষার স্কুল উদ্বোধন গতকাল সকাল ১০টায় মাঝের পাড়ায় অনুষ্ঠিত হয় ৷
মাতৃ ভাষার স্কুল উদ্বোধনী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ আলোচনা সভয় সভাপতিত্ব করেন,মাঝের পাড়া মাতৃ ভাষা (মারমা) স্কুল সভাপতি কংমা্র অং মারমা৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বা্ংলাদেশ আওয়ামীলীগ কাউখালী উপজেলা শাখার সহ সভাপতি ও ৪নং কলমপতি ইউপি চেয়ারম্যান,ক্যাজাই মারমা৷ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র শিশুর ক্ষমতায়ন প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর সুখেস্বর চাকমা ও কাউখালী উপজেলা প্রেসক্লাব সহসভাপতি মোঃ ওমর ফারুক ৷
অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের
কাউখালী উপজেলা প্রজেক্ট অফিসার অংসুইহ্লা মারমা, আশিকা এনজিও’র কাউখালী ফিল্ড অফিসার অংপ্রু মারমা, ফিল্ড অফিসার সৌরভ চাকমা, স্কুল কমিটির সদস্য মংক্যহ্লা মারমা ও সদস্য হলা মং মারমা৷
আলোচনা সভা পুর্বে প্রধান অতিথি মাঝের পাড়া মাতৃ ভাষা ভিত্তিক বহু ভাষা শিক্ষা স্কুলের ফিতা কেটে স্কুলের কার্যাক্রমের উদ্বোধন করেন।
উল্লেখ্য যে, দাতা সংস্থা সেভ দ্য চিল ড্রেনের অর্থায়নে রাঙামাটি জেলার কাউখালী উপজেলায় বর্তমানে মাতৃ ভাষা ভিত্তিক বহুভাষায় চাকমা ,মারমা মোট ৫টি স্কুল পরিচালিত হচ্ছে।