বৃহস্পতিবার ● ১৯ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে মান্নানের মুক্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ
গাজীপুরে মান্নানের মুক্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ
গাজীপুর জেলা প্রতিনিধি ::(৫ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.১১মিঃ) গাজীপুর সিটি করপোরেশনের মেয়র (বরখাস্ত) অধ্যাপক এম. এ মান্নানের বিরুদ্ধে থাকা সকল মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবিতে গাজীপুর মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন৷
১৯ মে বৃহস্পতিবার সকাল ১১টায় কাজী আজিমউদ্দিন কলেজের জিএস সোহেল রানার নের্তৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের রাজবাড়ী রোড হয়ে শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে ছবির মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়৷
এ সময় মারজুক আহমেদ আল আমিন, সাইদ মন্ডল, প্রবাল বক্তব্য রাখেন৷
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল শুক্রবার রাতে অধ্যাপক এমএ মান্নানকে কালিয়াকৈরের মৌচাক এলাকা থেকে নাশকতার ঘটনায় জড়িত থাকায় গ্রেফতার করে পুলিশ৷ ওই রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তায়, কালিয়াকৈরের আনসার একাডেমির সামনে এবং টঙ্গীর টিএন্ডটি আলিফ কমিউনিটি সেন্টারের সামনে গাড়িতে অগি্নসংযোগসহ পৃথক নাশকতার ঘটনা ঘটে৷ এতিনটি ঘটনায় অধ্যাপক এমএ মান্নানকে প্রধান আসামী করে জয়দেবপুর, কালিয়াকৈর ও টঙ্গী থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়৷
এর আগে গত ২০১৫ সালের ৪ ফেব্রুয়ারি বুধবার রাতে যাত্রীবাহীবাসে পেট্রোলবোমা হামলার মামলায় ওই বছরের ১১ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় রাজধানী ঢাকার বারিধারার ডিওএইচএস’র নিজ বাসা থেকে গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নানকে গ্রেফতার করে পুলিশ৷
জয়দেবপুর থানার একটি ফৌজদারি মামলায় মান্নানের বিরুদ্ধে পুলিশের দেওয়া অভিযোগপত্র ২০১৫ সালের ১২ মে গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে গৃহীত হওয়ায় ওই বছরের ১৯ আগস্ট স্থানীয় সরকার বিভাগ তাকে মেয়র পদ থেকে তাকে সাময়িক বরখাস্ত করে৷ অধ্যাপক এমএ মান্নান ২২টি মামলায় উচ্চ আদালত থেকে জামিন লাভের পর গত ২ মার্চ জামিনে কারামুক্ত হন৷
কারা মুক্তির পর গত ৩১ মার্চ মেয়র পদ থেকে তাকে সাময়িক বহিস্কারাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন এম এ মান্নান৷ মেয়র মান্নানকে দেওয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ওই সাময়িক বরখাস্তের আদেশ গত ১১ এপ্রিল ছয় মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট৷ পরে ১৩ এপ্রিল সুপ্রীম কোর্টের আপিল করলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ হাইকোর্টের দেয়া আদেশ বহাল রাখেন৷
এরপর গত ১৯ এপ্রিল ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯’ এর ধারা ১২ এর উপধারা (১) এর ক্ষমতা বলে স্থানীয় সরকার বিভাগ গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানকে আবারও সাময়িক বরখাস্ত করে৷
অধ্যাপক এমএ মান্নানের অবর্তমানে গত বছরের ৮ মার্চ থেকে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন৷ মেয়র মান্নানের বিরুদ্ধে এ পর্যন্ত মোট ২৫টি মামলা রয়েছে৷