বৃহস্পতিবার ● ১৯ মে ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে সড়ক দুর্ঘটনায় চালক নিহত
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় চালক নিহত
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৫ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.২০মিঃ) গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়নসিংহ মহাসড়কে একটি কাভার্ডভ্যান ও লেগুনার সংঘর্ষে লেগুনা চালক নিহত এবং অন্তত: চার যাত্রী আহত হয়েছে৷
১৯ মে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে৷
নিহতের নাম সুজন মিয়া (৩০)৷ তিনি ময়মনসিংহের ঈশ্বর্দী থানার দক্ষিণ আউরিপাড়া এলাকার আব্দুল জাব্বারের ছেলে৷ আহতদের নাম-পরিচয় পাওয়া যায় নি৷
হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোঃ নিজাম উদ্দিন স্থানীয়দের বরাত দিয়ে আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে বলেন, শ্রীপুরের মাওনা-চৌরাস্তা এলাকা থেকে জৈনাবাজারগামী যাত্রীবাহী একটি লেগুনা জৈনাবাজারের অদূরে (শিশুতোষ বিদ্যা ঘরের সামনে) থামিয়ে যাত্রী নামিয়ে চালক সুজন ভাড়া আদায় করছিলেন৷ এসময় ময়মনসিংহগামী একটি কভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনাকে ধাক্কা দেয়৷ এতে ঘটনাস্থলেই সুজন নিহত এবং লেগুনার অন্তত চার যাত্রী আহত হন৷ পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে পাঠায়৷
তিনি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে৷
এলাকাবাসীর সহযোগীতায় হাইওয়ে পুলিশ কভার্ডভ্যানটি জব্দ করেছে৷