শুক্রবার ● ২০ মে ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের ২০১৬-১৭ অর্থ বছরের বাজেট ঘোষণা
কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের ২০১৬-১৭ অর্থ বছরের বাজেট ঘোষণা
ঝিনাইদহ প্রতিনিধি ::ঝিনাইদহ কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের ২০১৬-১৭ অর্থ বছরের ৭৩ লক্ষ চল্লিশ হাজার টাকার বাজেট ঘোষনা করা হয়েছে৷ বৃহস্পতিবার সকালে উন্মুক্ত বাজেট সভায় কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হায়দার আলী এ বাজেট ঘোষনা করেন ৷
কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হায়দার আলীর সভাপতিত্বে উন্মুক্ত বাজেট সভায় আলোচনা রাখেন কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের মেম্বর কামাল হোসেন,আয়ুব হোসেন ,জামির হোসেন, জামেলা বেগম,চন্দ্র বেগম, জিল্লুর রহমান,ইউপি সচিব লুত্ফা খাতুন,ভুমি উপ-সহকারী কর্মকতর্া আনিসুর রহমান,উপ-সহকারী কৃষিকর্মকতর্া খাদেমুল হক, ব্যবসায়ী আব্দুর রহীম,চাকুরীজীবী শওকত আলী,আব্দুল ওয়াদেদ শেখ,অচিন্ত কুমার মজুমদার,শাহিনা খাতুন,রোমেচা বেগম,শিলা রানী সরকার,গৃহিনী আদরী বেগম,ছাত্রী লাকি খাতুন ও আহাদ আলী প্রমূখ৷
আলোচনা সভা সঞ্চালন করেন কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের সচিব লুত্ফা খাতুন৷ কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে বাজেট পূর্ব উন্মুক্ত আলোচনা সভায় ইউনিয়ন পর্যায়ের সকল কর্মকর্তা,মসজিদের ঈমাম,প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,বিভিন্ন এনজিওর প্রতিনিধি,শুশিল সমাজের প্রতিনিধি,সমাজ কর্মি,কৃষক,শ্রমিক ও সাংবাদিকসহ এলাকার গন্যমাণ্য বিভিন্ন পেশার ৪শতাধিক মানুষ অংশ গ্রহন করেন৷
কর আদায় ২লক্ষ ৫৫ হাজার,লাইসেন্স ও পারমিট ফিস ১৫ হাজার,ইজারা ১০ হাজার,টি.আর,কাবিখা,৪০দিন থেকে ২০ হাজার টাকা আয় ধরা হয়েছে৷এবং ব্যায় ধরা হয়েছে চেয়ারম্যান সদস্যদের বেতন ভাতা ১লক্ষ ৭৪ হাজার ৩শত,কর আদায় বাবদ ব্যায় ৫১ হাজার,প্রিন্টিং এবং স্টেশনারী ২০ হাজার,বিদু্যত্ বিল ১২ হাজার,অফিস রক্ষনাবেক্ষণ ২০ হাজার,অন্যান্যে ব্যয় ২২হাজার ৭শত টাকা ধরা হয়েছে৷
ইজারা বাবদ ৪০হাজার,সংস্থাপন কাজে সরকারী অনুদান ৮লক্ষ,স্থাবর সম্পত্তি হসত্মানত্মর কর (১%) ৬লক্ষ,এডিপিতে সরকারী অনুদান ৩লক্ষ,সরকারী অনুদান উন্নয়ন (এলজি এসপি)১৬ লক্ষ,স্থানীয় সরকার প্রতিষ্টান সূত্রে প্রাপ্তি ২লক্ষ, টি.আর,কাবিখা,৪০দিন থেকে ৩৫ লক্ষ টাকা আয় ধরা হয়েছে৷
উলেস্নখ্য, ২০১৫-১৭৬অর্থ বছরের ৬৭ লক্ষ সাতানব্বই হাজার সাত শত এক চল্লিশ টাকার বাজেট ঘোষনা করা হয়েছিল৷