শুক্রবার ● ২০ মে ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » সরকারী টাকা লুন্ঠন করা হচ্ছে : জোনায়েদ সাকি
সরকারী টাকা লুন্ঠন করা হচ্ছে : জোনায়েদ সাকি
ঝিনাইদহ প্রতিনিধি :: গনসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন মুক্তিযুদ্ধের নামে দেশে একদিকে অর্থ পাচার ও অন্যদিকে সরকারী টাকা লুন্ঠন করা হচ্ছে৷ গনতন্ত্র রক্ষার নামে গনতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে৷ এ অবস্থায় মনে হচ্ছে বাংলাদেশ কোন রাষ্ট্র নয়৷
এখানে কোন সরকার আছে বলেও মনে হচ্ছে না৷ তিনি বলেন, একজন সংসদ সদস্য প্রধান শিক্ষককে কানধরে উঠবোস করালেন৷ ওই সংসদ সদস্যের বিরুদ্ধে যখন কোন ব্যবস্থা নেওয়া হয় না, তখন দেশে কোন সরকার আছে বলে কি মনে করা যায় ? বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে গনসংহতি আন্দোলনের সদস্য সংগ্রহ কর্মসুচির উদ্বোধন অনুষ্ঠানে জোনায়েদ সাকি এ সব কথা বলেন৷ জোনায়েদ সাকি আরো বলেন, আরও বলেন,
ক্ষমতাসীন সরকার যখন স্বৈরাচার তখন মূল বিরোধী দল দেওলিয়৷ এ অবস্থায় দেশের জনগনকে অসহায় হয়ে পড়া ছাড়া আর কোন উপায় থাকে না৷ তিনি বলেন, দেশ রক্ষার জন্য জাতীয় ঐক্য ফিরিয়ে আনার জন্য গণসংহতি আন্দোলন কাজ করে যাচ্ছে৷ সংবাদ সম্মেরনে গনসংহতির ঝিনাইদহ জেলার সংগঠক নজরুল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন৷
এ সময় কেন্দ্রীয় সদস্য ফিরোজ আহম্মেদ ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি আল জাহিদসহ জেলা ও উপজেলা পর্যায়ের প্রমুখ গনসংহতির কর্মীরা উপস্থিত ছিলেন৷ লিখিত বক্তব্যে সংগঠক নজরুল ইসলাম বলেন, দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর উপর অগনতান্ত্রিক ও স্বৈরাচারী শক্তি জেঁকে বসেছে৷ পরিবারতন্ত্রের কাছে ক্ষমতা কুক্ষিগত করার কারণে দেশে সবার অংশ গ্রহনে গ্রহনযোগ্য নির্বাচন করাও সম্ভব হচ্ছে না৷
সরকারের কাছে জনগনেসর রায়ের কোন মুল্য নেই৷ তারা বল প্রয়োগ করে দেশে বিদেশী শক্তির আর্শীবাদে ক্ষমতায় থাকছে৷ লিখিত বক্তব্যে বলা হয় বাংলাদেশের মানুষ এখন স্বৈরতন্ত্র কাঠামোর মধ্যে বন্দি হয়ে হাসফাঁস করছেন৷ এই অগনতান্ত্রিক ঘোলাটে দমবন্ধ হওয়া পরিবেশের কারণে উগ্রবাদ ও প্রতিক্রিয়তার জমিন তৈরী করে, যা নানান দেশের ইতিহাস থেকে আমরা বাব বার দেখেছি৷