শনিবার ● ১০ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » আজ থেকে সাগরে ইলিশ আহরণ শুরু
আজ থেকে সাগরে ইলিশ আহরণ শুরু
কক্সবাজার প্রতিনিধি :: কক্সবাজারে প্রধান প্রজনন মৌসুমে মা-ইলিশ রক্ষা কার্য্যক্রম -২০১৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। ফলে আজ থেকে পুনরায় মাছ আহরণ করার জন্য সাগরে যাচ্ছে পক্ষকাল ব্যাপী অলস বসে থাকা ফিশিং বোটগুলো। জাতীয় মাছ ইলিশের নিরাপদ অভিপ্রায়ন, প্রজনন ও ডিম ছাড়া নির্বিঘ্ন করতে মৎস্য অধিদপ্তর প্রতিবছরের ন্যায় চলতি বছরও বিগত ২৫ সেপ্টেম্বর থেকে ০৯ অক্টোবর এ কর্মসূচী গ্রহণ করে। সরকার ঘোষিত দেশব্যাপী এ কার্য্যক্রমের আওতায় কক্সবাজার জেলায় বহুমুখী পদক্ষেপ গ্রহণ করে কক্সবাজার মৎস্য অধিদপ্তর। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, র্যাব, বিজিবি এবং কোষ্টগার্ড সমন্বয়ে এ সময় জেলার হাটবাজারে ব্যাপন অভিযান ও তদারকি করা হয়। বোটসমূহকে সাগরে যাওয়া থেকে বিরত রাখতে বাঁকখালী নদী মোহনায় দিন-রাত ২৪ ঘন্টা ব্যাপী যৌথ চেকপোষ্ট স্থাপন করা হয়। মৎস্য অধিদপ্তরীয় কর্মকর্তারা জানান, জেলা ফিশিংবোট মালিক সমিতির সার্বিক সহায়তায় মাছ আহরনকারী ট্রলারগুলো সাগরে যাওয়া থেকে বিরত থাকে। বন্ধ রাখা হয় বরফকল সমূহ। ব্যাপক প্রচারনা ও মাইকিংয়ের ফলে জেলে-মৎস্যজীবিরা সচেতন হওয়ায় উক্ত সময়ে সাগরে কোন বোট যায়নাই। ফলে নিষিদ্ধকালীন সময়ে ব্যাপক অভিযান চালিয়েও জেলার কোন হাট বাজারে ইলিশ মাছ পাওয়া যায় নাই। গতকাল ৯ অক্টোবর রাত ১২ টায় নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় আজ থেকে আবারে সাগরে যাচ্ছে মাছ আহরনকারী বোটগুলো। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (সদর) ড: মঈন উদ্দিন আহমদ জানান, তবুও অতিরিক্ত সতর্কতা হিসাবে আরো ২ দিন বাকখালী নদী মোহনা ও কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে বিশেষ নজরদারী করা হবে। এদিকে শুক্রবার দুপুরে কুতুবদিয়া চ্যানেল থেকে নৌ-বাহিনী একটি ফিশিং বোট আটক করে কোষ্ট গার্ডের কাছে হস্তান্তর করে। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বোট মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেন।
আপলোড : ১০ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৭.৫০ মিঃ