শুক্রবার ● ২০ মে ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে
উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে
চট্টগ্রাম প্রতিনিধি :: (৬ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.২৬মিঃ) ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ ক্রমেই উপকূলের দিকে অগ্রসর হওয়ায় চট্টগ্রামের আনোয়ারা-বাঁশখালীর উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়ে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। ঘূর্ণিঝড়টি বাঁশখালী-আনোয়ারা উপকূল দিয়ে আঘাত হানার সম্ভাবনা আছে। তাই সেখানকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। দুপুর দুইটা থেকে মাইকিংয়ের মাধ্যমে সবাইকে সতর্ক করা হচ্ছে। এছাড়া বাঁশখালী-আনোয়ারার উপকূলীয় এলাকায় থাকা লোকজনকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে আনা হয়েছে। এই দুই উপজেলার নির্বাহী কর্মকর্তারা পুরো বিষয়টি তদারকি করছেন।
শুক্রবার বিকেলে চট্টগ্রাম সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপদ সংকেত জারির পর উপকূলবাসীকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে বলে জানান তিনি।
নগরীতে ঘূর্ণিঝড় রোয়ানু আঘাত হানার সম্ভাবনা নেই জানিয়ে তিনি বলেন, নগরীতে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাত হতে পারে। তবে ঘূর্ণিঝড়টি আঘাত হানার তেমন কোন সম্ভাবনা নেই। এজন্য বাঁশখালী-আনোয়ারাকে ঘিরেই আমরা দুর্যোগ মোকাবেলার সব প্রস্তুতি সম্পন্ন করেছি।