শুক্রবার ● ২০ মে ২০১৬
প্রথম পাতা » খেলা » ৩৩ তম জাতীয় জুডো প্রতিযোগিতা শুরু
৩৩ তম জাতীয় জুডো প্রতিযোগিতা শুরু
ক্রীড়া প্রতিবেদক :: (৬ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.০০মিঃ) বাংলাদেশ জুডো ফেডারেশনের ব্যবস্থাপনায় শুক্রবার ২০মে থেকে শুরু হয়েছে দুইদিন ব্যাপি (শুক্র ও শনি, ২০ ও ২১মে) ৩৩ তম জাতীয় জুডো প্রতিযোগিতা - ২০১৬ ৷ বিকেলে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন সিকদার,এমপি ৷
এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এসকে আবু বাকের (অব.), সাধারণ সম্পাদক এ কে এম সেলিম, যুগ্ম সম্পাদক সৈয়দ আলী আনোয়ার ও কোষাধ্যক্ষ সাব্বির আহমেদসহ ফেডারেশনের অন্যান্যরা ৷
প্রতিযোগিতার প্রথম দিনে মহিলা + ৭৮ কেজি ওজন শ্রেনীতে স্বর্ণ জেতেন বিকেএসপি’র তাহমিদা আক্তার লোপা, - ৭৮ কেজিতে স্বর্ণ পান সেনাবাহিনীর কারিনা খানম, - ৭০ কেজিতে স্বর্ণ জেতেন আনসারের মাকসুদা ৷
এছাড়া পুরুষ + ১০০ কেজি ওজন শ্রেনীতে স্বর্ণ জেতেন বিজিবি’র মো: হাসানুর রহমান, - ১০০ কেজিতে স্বর্ণ পান বিজিবি’র মো: আবুল কালাম আজাদ, - ৯০ কেজিতে স্বর্ণ পান বিজিবি’র মো: জাহাঙ্গীর আলম,- ৭৩ কেজিতে স্বর্ণ পান বিজিবি’র মিল্টন মজুমদার ৷
উল্লেখ্য, এবারের প্রতিযোগিতায় পুরুষ ১০ টি ও মহিলা ৯টি মোট ১৯টি ওজন শ্রেনীতে ২৪টি দলের ৯৪জন ছেলে ও ১২০জন মহিলা সর্বমোট ২১৪জন প্রতিযোগি অংশ গ্রহন করছেন বলে জানান ফেডারেশনের সাধারন সম্পাদক একেএম সেলিম৷
আগামীকাল শনিবার ২১ মে শেষ হচ্ছে ৩৩ তম জাতীয় জুডো প্রতিযোগিতা
বাংলাদেশ জুডো ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত দুইদিন ব্যাপি (শুক্র ও শনি, ২০ ও ২১ মে) ৩৩ তম জাতীয় জুডো প্রতিযোগিতা-২০১৬ শেষ হচ্ছে আগামীকাল শনিবার৷ শনিবার বিকেল চারটায় মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো: জাহিদ আহসান রাসেল, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুরস্কার বিতরণ করার কথা রয়েছে ৷