শুক্রবার ● ২০ মে ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ভোট চুরি করতেই রাঙামাটির ইউপি নির্বাচন পিছিয়ে আনা হয়েছে : সন্তু লারমা
ভোট চুরি করতেই রাঙামাটির ইউপি নির্বাচন পিছিয়ে আনা হয়েছে : সন্তু লারমা
ষ্টাফ রিপোর্টার :: (৬ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.২০মিঃ) পাহাড়ের মানুষ সরকার ও শাসকগোষ্ঠীর হাজার হাজার মারণাস্ত্র ভয় করে না। পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও আত্মনিয়ন্ত্রাধিকার আদায়ে এসব মরণাস্ত্রকে উপেক্ষা করে লড়াই করবে পাহাড়ের মানুষ। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)’র সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা সন্তু লারমা ২০ মে শুক্রবার রাঙামাটির জিমনিসিয়াম মাঠে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)’র ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সন্তু লারমা বলেন, সরকার যদি মনে করে চুক্তি করা হয়েছে বাস্তবায়ন করা হবে না। তারা যদি ভাবে আমার কাছে হাজারো মারণাস্ত্র আছে এ অস্ত্র দিয়ে পার্বত্য চট্টগ্রামের মানুষের আন্দোলন বন্ধ করা হবে। চুক্তিকে বিলুপ্তি করা হবে তা ভাবলে ভুল হবে। পাহাড়ের মানুষ শাসকগোষ্ঠীর হাজারো মারণাস্ত্রের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে।
তিনি আরও বলেন, সারা দেশে ইউপি নির্বাচনের নামে আওয়ামী লীগ ভোট চুরি উৎসব করে যাচ্ছে। এ চুরিতে আওয়ামী লীগকে স্থানীয় আমলা বাহিনী, পুলিশ বাহিনীরা সহযোগিতা করছে। পার্বত্য চট্টগ্রামেও সেই ভোট চুরি উৎসব করে যাচ্ছে। গত ইউপি নির্বাচনে বান্দরবানে জাল ভোট পেপার ছাপিয়ে ব্যালট বাক্সে ঢুকিয়ে দিয়ে আওয়ামী লীগ নেতারা তাদের প্রার্থীকে জয়ী করেছে।
তিনি আরো বলেন, ভোট চুরি করার সুযোগ সৃষ্টি করতে রাঙামাটির ইউপি নির্বাচন পিছিয়ে দিয়ে ৬ষ্ঠ পর্যায়ে আনা হয়েছে। আগামী ৪ জুন রাঙামাটি ইউপি নির্বাচনে ভোট চুরি করা হলে রাঙামাটির মানুষ বসে থাকবে না হুশিয়ারি দেন তিনি।
পিসিপি’র ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আরো বক্তব্য রাখেন রাঙামাটি ২৯৯ আসনের সাংসদ সদস্য পিসিজেএসএস নেতা উষাতন তালুকদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মইনউদ্দিন,পিসিজেএসএস কেন্দ্রীয় কমিটির সদস্য উদয়ন ত্রিপুরা,ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সহ-সভাপতি শিমুল কান্তি বৈঞ্চব ও শিক্ষাবিদ শিশির চাকমা প্রমুখ।
পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)’র ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের সভাপতিত্বে করেন বাচ্চু চাকমা।