রবিবার ● ২২ মে ২০১৬
প্রথম পাতা » খেলা » ৩৩ তম জাতীয় জুডো প্রতিযোগিতা সমাপ্ত
৩৩ তম জাতীয় জুডো প্রতিযোগিতা সমাপ্ত
ক্রীড়া প্রতিবেদক :: বাংলাদেশ জুডো ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত নিয়মরক্ষার দুইদিন ব্যাপি ৩৩ তম জাতীয় জুডো প্রতিযোগিতায় পুরুষ বিভাগে বিজিবি ও মহিলা বিভাগে বিকেএসপি চ্যাম্পিয়ন হয়েছে৷পুরুষ বিভাগের চ্যাম্পিয়ন দল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পেয়েছে ৬টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক৷ রানার্স আপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী৷ তারা পেয়েছে ২টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জসহ মোট ৯টি পদক৷ এবং তৃতীয় স্থান অধিকারী বাংলাদেশ আনসার পেয়েছে ১টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জসহ মোট ৪টি পদক৷
এদিকে, মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)৷ তারা পেয়েছে ৫টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ মোট ৭টি পদক৷ আর ২টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জসহ মোট ৭টি পদক পেয়েছে রানার্স আপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী৷ এছাড়া তৃতীয় স্থান অধিকারী বাংলাদেশ আনসার পেয়েছে ২টি স্বর্ণ ও ৫টি ব্রোঞ্জসহ মোট ৭টি পদক৷
প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন যথাক্রমে বিকেএসপি’র নাজিব হিশাম সানি ও আনসারের নিলুফা ইয়াসমিন৷
শনিবার ২১মে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ফেডারেশনের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এসকে আবু বাকের (অব.) ও সাধারণ সম্পাদক এ কে এম সেলিম ৷
এসময় উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক সৈয়দ আলী আনোয়ার,কোষাধ্যক্ষ সাব্বির আহমেদ ও ফেডারেশনের অন্যান্যরা৷