রবিবার ● ২২ মে ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ভারী বর্ষণে বান্দরবান-রোয়াংছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন ঘরবাড়ি বিধস্ত
ভারী বর্ষণে বান্দরবান-রোয়াংছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন ঘরবাড়ি বিধস্ত
বান্দরবান জেলা প্রতিনিধি :: সামুদ্রিক ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে বান্দরবান পার্বত্য জেলা সদর এবং আশেপাশের উপজেলাসমুহে শনিবার ভোররাত থেকেই বিদ্যুত সরবরাহ বন্ধ রয়েছে রাত পৌণে ৯টায় এ পর্যন্ত রিপোর্ট পাঠানো পর্যন্ত। বিদ্যুত বিতরণ বিভাগ শহরে বিদ্যুত সরবরাহ বন্ধের বিষয়ে মাকিং করেছে৷ ফলে শহরে পানি সরবরাহ অচল হয়ে পড়েছে৷ শনিবার মাঝারি বৃষ্টিপাতসহ দমকা বাতাস বইছে৷ সকাল থেকেই বান্দরবান-রোয়াংছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে৷ খানসামা পাড়ায় এ সড়কের নির্মিত অস্থায়ী সেতু ভেংগে পড়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছেন জেলা সওজ বিভাগের প্রকৌশলীরা৷ জেলা শহরের রোয়াংছড়ি বাস ষ্টেশনের অণাথ আশ্রমের ২জন ছাত্র গাছ ভেংগে পড়ে গুরুতর আহত হয়েছেন৷ তাদের একজনকে চমেকে হস্তান্তর করা হয়েছে৷ অপরজন সদর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন বলে জানা গেছে৷ জেলা সদরের কদুখোলা, কানাপাড়া, গোয়ালিয়াখোলাসহ ১২টি গ্রামের শতাধিক বাড়ি দমকা হাওয়ায় বিধস্ত হয়েছে বলে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এম আবদুল কুদ্দুছ জানিয়েছেন৷ বৃষ্টিপাত অব্যাতহ থাকায় রাতের মধ্যেই বান্দরবান-রুমা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশংকা রয়েছে৷