রবিবার ● ২২ মে ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » কমিউটার ট্রেন বিকল-সিডিউল বিপর্যয়ে যাত্রী দুর্ভোগ
কমিউটার ট্রেন বিকল-সিডিউল বিপর্যয়ে যাত্রী দুর্ভোগ
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের টঙ্গী স্টেশনে কমিউটার ট্রেন বিকল হওয়ায় জয়দেবপুর জংশন হয়ে উত্তর ও পশ্চিম বঙ্গগামী সকল ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটেছে৷ এতে প্রতিটি ট্রেনের গন্তব্যে পৌছতে এক থেকে দেড় ঘন্টা বিলম্ব হচ্ছে৷
২১ মে শনিবার সকালে ঢাকাগামী রাজশাহী এঙ্প্রেস জয়দেবপুর জংশনে সোয়া ঘন্টা যাত্রা বিরতিতে যাত্রীরা পরে দুর্ভোগগে৷ বেসরকারী ব্যবস্থাপনায় চলা রাজশাহী এঙ্প্রেস ট্রেনটি জয়দেবপুর জংশনে প্রবেশের আগে সকাল পৌনে ১১টায় উত্তর আউটার সিগনালে এসে দাঁড়ায়৷ এসময় জংশনের ২নং প্লাটফরমের ৩নং লাইনে নীলফামারীগামী নীলসাগর এঙ্প্রেস ট্রেনটি অবস্থান করছিল৷ কিছুক্ষণ পর ২নং প্লাটফরমের ৪নং লাইনে প্রবেশ করে রাজশাহী এঙ্প্রেস ৷
ঢাকাগামী রাজশাহী এঙ্প্রেসের একজন যাত্রী লিটন মিয়া অভিযোগ করে আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে বলেন, সোয়া ঘন্টা স্টেশনে দাড়িঁয়ে আছে ট্রেন- রেল কতৃর্পক্ষের অব্যবস্থাপনায় ট্রেনের যাত্রীরা সুবিধা বঞ্চিত হচ্ছে৷
বেসরকারী ব্যবস্থাপনায় চলা রাজশাহী এঙ্প্রেস ট্রেনের একজন টিকিট মাস্টার আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, মালামাল নামানোর সুবিধার্থে গাড়ীটি প্লাটফরমের ৪নং লাইনে দাঁড়ায়৷ তবে একটু দেড়ি হচ্ছে৷
রাজশাহী এঙ্প্রেস ট্রেনটি দীর্ঘ সময় জয়দেবপুর জংশনে দাড়িঁয়ে থাকার বিষয়ে জয়দেবপুর স্টেশন মাস্টার মোঃ শহীদুল ইসলাম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, টঙ্গী স্টেশনে কমিউটার ট্রেনের সমস্যা হওয়ায় প্রতিটি ট্রেনের আধা ঘন্টা থেকে এক ঘন্টা লেট হচ্ছে৷