রবিবার ● ২২ মে ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর সিটি মেয়র মান্নান একদিনের রিমান্ডে
গাজীপুর সিটি মেয়র মান্নান একদিনের রিমান্ডে
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৮ জ্যৈষ্ঠ ১৪২৩: বাংলাদেশ সময় রাত ৮.২৪মিঃ) টঙ্গী থানার নাশকতার মামলায় গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র অধ্যাপক এমএ মান্নানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ৷
২২ মে রবিবার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন ৷
গাজীপুর আদালতের পরিদর্শক মোঃ রবিউল ইসলাম জানান, টঙ্গী থানা এলাকায় গাড়িতে অগ্নিসংযোগের মামলায় অধ্যাপক এমএ মান্নানকে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিঠু শেখ৷ শুনানি শেষে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ শহিদুল ইসলাম একদিনের রিমান্ড মঞ্জুর করেন৷
এর চলতি বছরের ৪ মে জয়দেবপুর ও কালিয়াকৈর থানার পৃথক দুটি নাশকতার মামলায় অধ্যাপক এমএ মান্নানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত৷
প্রসঙ্গত, চলতি বছরের ১৫ এপ্রিল শুক্রবার রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় গাড়িতে অগ্নিসংযোগের মামলায় পুলিশ এমএ মান্নানকে গ্রেফতার করে৷ এদিকে একই তারিখে টঙ্গী ও কালিয়াকৈর থানার নাশকতার (গাড়িতে অগ্নিসংযোগের) পৃথক দুটি মামলায় পরে তাকে গ্রেফতার করা হয়৷
এর আগে গাজীপুরে বাসে পেট্রলবোমা হামলার মামলায় গত বছরের ১১ ফেব্রুয়ারি বুধবার মেয়র এমএ মান্নান গ্রেফতার করা হয়৷ তার বিরুদ্ধে আদালত কর্তৃক অভিযোগপত্র গৃহীত হলে ওই বছরের ১৯ আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করেন৷ গ্রেফতারের পর থেকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ৷