রবিবার ● ২২ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে মসজিদের জায়গা দখলের চেষ্টা: মোয়াজ্জ্বিনের উপর হামলা
গাজীপুরে মসজিদের জায়গা দখলের চেষ্টা: মোয়াজ্জ্বিনের উপর হামলা
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের শ্রীপুর উপজেলার নিজ মাওনা গ্রামের নতুন বাজার জামে মসজিদের জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে৷ জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে মসজিদের মোয়াজ্জ্বিন ও জমি দাতা নিজ মাওনা গ্রামের আরফান আলীর উপর হামলা করা হয়৷
আহত মোয়াজ্জ্বিন আরফান আলীর ছেলে সারোয়ার হোসেন বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন৷
অভিযোগ সূত্রে জানা যায়, মসজিদের ওয়াকফকৃত জমি কিছু অংশ একই গ্রামের মোঃ সিরাজ ফরাজী (৫০) পিতা-ইছুব আলী ফরাজী, আতিকুর ফরাজী (২৮) পিতা- সিরাজ ফরাজী, মকবুল ফরাজী (৪২), সিদ্দিক ফরাজী (৪৫) উভয় পিতা-ইছুব আলী ফরাজী৷
২১ মে সকাল ৯টার দিকে মসজিদের জায়গায় অজুখানা নির্মান করতে গেলে সিরাজ ফরাজীর নেত্বতে দলবল নিয়ে ওই মসজিদের জমি দাতা মোয়াজ্জ্বিনের উপর হামলা চালায়৷ মোয়াজ্জ্বিনের আত্মচিত্কারে এলাকা বাসী তাকে উদ্ধার করে, পরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়৷
আহত মোয়াজ্জ্বিন আরফান আলী জানান, দীর্ঘ দিন যাবত স্থানীয় ইউপি মেম্বার জাকির ফরাজী কু-পরার্মশে সিরাজ ফরাজীরা মসজিদের ওয়াকফকৃত জমি ইতি পূর্বে জবর দখল করে দোকান ঘর তৈরি করেছে৷
গাজীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার জাকির ফরাজী বলেন, আমি এই ঘটনাটি শুনেছি এবং উভয় পক্ষকে নিয়ে বসবো ৷ তবে আমার উপর আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা৷
শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তফা কামাল জানান, অভিযোগটি পেয়েছি৷ তবে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে৷