রবিবার ● ২২ মে ২০১৬
প্রথম পাতা » খেলা » কারাতে রেফারি প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত
কারাতে রেফারি প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত
ক্রীড়া প্রতিবেদক :: (৮ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.৫৭মিঃ) বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে আয়োজিত তিন দিন ব্যাপি ২০-২২ মে কারাতে রেফারি, জাজ ও প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা আজ রবিবার শেষ হয়েছে ৷
দেশের বিভিন্ন জেলা থেকে মোট ৪০জন রেফারি, জাজ ও কোচ এ কর্মশালাতে অংশ নেন৷
রবিবার দুপুরে কর্মশালাতে অংশ নেয়া রেফারি, জাজ ও কোচদের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সনদপত্র তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) দীল মোহাম্মদ (যুগ্ম সচিব)৷
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক (ক্রীড়া) সৈয়দা তাসলিমা আক্তার৷ আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ আলী আহসান বাদল, যুগ্ম সম্পাদক আলহাজ্ব মো: খালিদ হোসেন ও মজিবুর রহমান খান, সদস্য মুস্তাফিজুর রহমান, মো: হুমায়ুন কবির, মোজাম্মেল হক মিলন ও রাজু কামাল সাচ্চু প্রমুখ।