সোমবার ● ২৩ মে ২০১৬
প্রথম পাতা » পাবনা » ভাঙ্গুড়া পৌরসভা আলোকিতকরণ ও মানোন্নয়নে ৩ কোটি টাকার প্রকল্প
ভাঙ্গুড়া পৌরসভা আলোকিতকরণ ও মানোন্নয়নে ৩ কোটি টাকার প্রকল্প
ভাঙ্গুড়া প্রতিনিধি :: পাবনার ভাঙ্গুড়া পৌরসভাকে আলোকিতকরণ ও সেবার মানোন্নয়নে মেয়র গোলাম হাসনাইন রাসেল বিশেষ উদ্যোগ নিয়েছেন৷ এ জন্যে ৩ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে৷ এ প্রকল্পের আওতায় পৌরসভায় পাকা রাসত্মা,পয়ঃপ্রণালি নিষ্কাশনে ড্রেন ও কার্লভাট নির্মাণের কাজ চলছে৷ এছাড়া পৌরসভার নয়টি ওয়ার্ডের প্রতিটি মহল্লার বৈদ্যুতিক খুটির সাথে স্বাশ্রয়ী বাতি স্থাপন করা হচ্ছে৷ যেখানে বিদ্যুত লাইন নেই সেখানে সৌরবাতির ল্যাম্প পোষ্ট স্থাপন করা হচ্ছে৷ পৌরসভার হিসাব রক্ষক নাজমূল হাসান জানান,পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পর্যাপ্ত বৈদ্যুতিক বাতি ও ৫০টি সৌর সার্চ লাইট স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে৷ এছাড়া পৌরসভার নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে মেয়র গোলাম হাসনাইন রাসেল পৌরবাসীদের অভাব অভিযোগ জানতে মহল্লা-মহল্লায় ক্যাম্পেইনের উদ্যোগ গ্রহণ করেছেন৷ যাতে জনসাধারণের চাহিদা মত প্রকল্প বাসত্মবায়ন করা যায় এবং উন্নয়ন কর্মকান্ডে সহায়তার জন্য পৌরসভার অধিবাসীরা স্বপ্রণোদিত হয়ে পৌর কর পরিশোধ করেন৷ মেয়র রাসেল বলেন মাদকমুক্ত ও মানসম্মত পৌরসভা গড়তে তিনি প্রতিশ্রুতিবদ্ধ৷ দায়িত্ব নেয়ার ৬ মাসের মধ্যে মেয়রের কল্যাণকামী এসব উন্নয়ন কর্মকান্ডের জন্য পৌরবাসী তাকে অভিনন্দন জানিয়েছেন৷