সোমবার ● ২৩ মে ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » মেয়র মান্নান ও তার ছেলে রনি-পুত্রবধূসহ ৩৮ জনের বিরুদ্ধে চার্জশিট
মেয়র মান্নান ও তার ছেলে রনি-পুত্রবধূসহ ৩৮ জনের বিরুদ্ধে চার্জশিট
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র অধ্যাপক এম এ মান্নান, তার ছেলে বিএনপি নেতা এম মঞ্জুরুল করিম রনি, পুত্রবধূ তাপসী তন্ময় চৌধুরী, রনির শ্বশুর শাহরুম চৌধুরী রুমি ও শাশুড়ি আসমা বেগম আভাসহ ৩৮ জনের বিরুদ্ধে নাশকতার মামলায় চার্জশিট দিয়েছে গাজীপুর পুলিশ৷
২২ মে রবিবার মামলার তদন্ত কর্মকর্তা জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ বাচ্চু মিয়া আদালতে চার্জশিট জমা দেন৷
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন তিনি৷
নাশকতার অভিযোগে গত ১০ মার্চ বৃহস্পতিবার মেয়র মান্নানসহ অন্যদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা করে পুলিশ৷ মামলা নং [৬০(২)১৩]
মামলা প্রসঙ্গে উপপরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বলেন, সরকার উত্খাতের জন্য ২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি গাজীপুরে নাশকতা করে অভিযুক্তরা৷ ওই মামলায় ২০ জন এজাহারভুক্ত ও ৩০-৪০ অজ্ঞাতনামা আসামি ছিলেন৷
বাচ্চু মিয়া বলেন, তদন্তে জানা গেছে ওই সময় মেয়র ও তার ছেলে মঞ্জুরুল করিম রনি ঘটনাস্থলে ছিলেন৷ তারা ওই নাশকতার অর্থদাতা ও অন্যতম পরিকল্পনাকারী৷ যার কারণে ২০১৩ সালের মামলায় মেয়র মান্নান ও তার পরিবারের কয়েকজন সদস্যকে এই মামলায় নতুন করে আসামি করা হয়েছে৷
তিনি আরও বলেন, এই মামলায় আমরা যথেষ্ট তথ্য-প্রমাণ পেয়েছি৷ তার স্ত্রী এবং শ্বশুর শাহরুম চৌধুরী রুমি, শাশুড়ি আসমা বেগম আভা দেশে নাশকতা সৃষ্টির ইন্ধনকারী হিসেবে আমরা বিবেচনা করছি৷
উল্লেখ্য,গাজীপুর মেয়র মান্নানের বিরুদ্ধে ২৫টি, তার ছেলে রনির বিরুদ্ধে ৫টি ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা রয়েছে বলে জানা গেছে৷ সামপ্রতিক সময়ে তার পরিবারের সদস্যদেরও বিভিন্ন মামলা অন্তর্ভুক্ত করা হয়েছে৷