মঙ্গলবার ● ২৪ মে ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রশিণার্থী দলের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সাক্ষাত
ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রশিণার্থী দলের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সাক্ষাত
ষ্টাফ রিপোর্টার :: (১০ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫০মিঃ) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেছেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ বিশেষ আইন দ্বারা গঠিত৷ পার্বত্য শান্তি চুক্তির আলোকে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ধর্মীয় ও সমাজ সেবার মতো মৌলিক বিষয় ছাড়াও ৩০টি হস্তান্তরিত বিভাগ ও বিষয় নিয়ে মানুষের সামাজিক সেবা দিয়ে যাচ্ছে৷ মানুষের ভাগ্য উন্নয়ন ও সামাজিক কল্যাণকর কাজে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদসমূহ বিশেষ অবদান রেখে চলেছে বলে উল্লেখ করেন তিনি৷
মঙ্গলবার ২৪মে বিকেলে রাঙামাটির পর্যটন কমপ্লেক্সে এর সম্মেলন কক্ষে রাঙামাটিতে সফররত ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) এর ২০১৬ সালের কোর্সের ৩২জনের প্রশিক্ষণার্থী দলের সাথে পার্বত্য জেলা পরিষদের বিষয়ে ব্রিফিংকালে জেলা পরিষদ চেয়ারম্যান এ কথা বলেন৷ এ ৩২ সদস্যবিশিষ্ট দলের দল প্রধান ছিলেন লেঃ জেনারেল চৌধুরী হাসান সোরোয়ার্দী৷ এ দলে মালেশিয়া, শ্রীলংকা, সৌদি আরব, পাকিস্তান, ভারত, নাইজেরিয়া, নেপাল, মায়ানমার এবং ব্রুনাই সেনাবাহিনীর কর্মকর্তরা অন্তভুক্ত ছিলেন৷
এ সময় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন, নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমেদ, নির্বাহী প্রকৌশলী কাজী আবদুস সামাদ, হিসাব ও নিরীৰা কর্মকর্তা আবুল মনছুর চৌধুরী ও প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন৷
অনুষ্ঠান পরিচালনা করেন পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা৷
ব্রিফিং সেশনে এনডিসির পক্ষে ব্রিগেডিয়ার জাকারিয়া, রাঙামাটি ৩০৫ পদাতিক রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সানাউল হক পিএসসি, রিয়ার এ্যাডমিরাল মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এনজিপি বক্তব্য রাখেন৷
এনডিসির প্রশিক্ষণার্থী দলের সাথে ব্রিফিংকালে চেয়ারম্যান আরো বলেন, দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে৷ জাতিসংঘ শান্তি মিশনে কাজ করে দেশের জন্য সুনাম বয়ে এনেছে তারা৷ এছাড়া দেশের দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্যার্থে কাজ করেছে এই সশস্ত্র বাহিনী৷
তিনি বলেন পার্বত্য এলাকার আর্থ সামাজিক উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় তাদের অবদান অনস্বীকার্য৷
পরে জেলা পরিষদ চেয়ারম্যান ও এনডিসি কোর্স প্রধানগণ একে অপরের কাছে শুভেচ্ছা স্মারক তুলে দেন৷