মঙ্গলবার ● ২৪ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সিংড়ায় ফেন্সিডিলসহ যুবক আটক
সিংড়ায় ফেন্সিডিলসহ যুবক আটক
আব্দুল মজিদ, নাটোর প্রতিনিধি :: (১০ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.২০মিঃ) নাটোরের সিংড়ায় ৭৫ বোতল ফেন্সিডিলসহ সজল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ৷ মঙ্গলবার দুপুরে পৌর শহরের নিংগইন-জোড়মল্লিকা এলাকা থেকে তাকে আটক করা হয়৷ এলাকাবাসী জানান মঙ্গলবার দুপুরে একটি মোটর সাইকেলে আত্রাই থেকে সিংড়া আসার পথে নিংগইন-জোড়মল্লিকা এলাকায় একটি গরুর সাথে ধাক্কা লেগে চালক আহত হয়৷ পরে এলাকাবাসীর সন্দেহ হলে মোটর সাইকেলের তেলের ট্যাংকি তল্লাসি করে ৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে থানায় খবর দেয়৷ পরে সিংড়া থানার এস আই শাহ আলম ঘটনাস্থলে পৌছে ওই যুবককে আটক করে৷ আটককৃত যুবক বাগেরহাটের রামপাল-আলীপুরের মজিবর রহমানের ছেলে৷