মঙ্গলবার ● ২৪ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » পুলিশের সোর্স খুন
পুলিশের সোর্স খুন
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১০ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.৩০মিঃ) গাজীপুরের টঙ্গীতে কুতুব উদ্দিন (৩২) নামে পুলিশের এক সোর্সকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা৷
২৪ মে মঙ্গলবার সকালে টঙ্গীর টিঅ্যান্ডটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে৷
কুতুবের চাচা আব্দুল গফুর আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে অজ্ঞাত একটি দল এসে টঙ্গীর আমতলী এলাকার বাসা থেকে কুতুবকে ডেকে নিয়ে যায়৷
পরে স্থানীয় টিএন্ডটি বাজারে সন্ত্রাসীরা কুতুব উদ্দিনের দুই পায়ের রগ কেটে কন্ঠনালী ছিদ্র করে এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়৷
পরে আহতের স্বজনরা তাকে প্রথমে টঙ্গী হাসপাতালে ও পরে পঙ্গু হাসপাতালে পাঠায়৷ ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন৷
টঙ্গী ৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালের জরুরী বিভাগের চিকিত্সক মোঃ মোস্তাফিজুর রহমান আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, কুতুবের ডান ও বাম পায়ের হাঁটুতে রগ কাটা, মাথা ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে৷ এছাড়া দুই হাতের আঙ্গুলগুলো এমনভাবে কাটা হয়েছে যে তা চামড়ার সাথে ঝুলে আছে৷
কুতুবের স্ত্রী নাসিমা বেগম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, ভোর সাড়ে ৫টার দিকে একটি ফোন পেয়ে তার স্বামী তাকে বাইরে যাচ্ছি, গেটের তালা আটকে দাও বলে বাসা থেকে বের হয়ে যান৷ সকাল ৬টার দিকে খবর পান কে বা কারা তার স্বামীকে টিএন্ডটি মোড় বাজার এলাকায় কুপিয়ে ফেলে রেখে গেছে৷
টঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ তালুকদার আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, নিহত কুতুব টঙ্গী থানা পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন৷ সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে৷
ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, নিহতের পরিবারের লোকজনের দাবি ওই খুনের ঘটনায় স্থানীয় আনোয়ার হোসেন এবং জামাল উদ্দিন জড়িত৷ তারাও একসময় পুলিশের সোর্স হিসেবে কাজ করত৷
ওসি বলেন, ধারণা করা হচ্ছে, তাদের মধ্যে কোনো কিছুর ভাগ-বাটোয়ারা নিয়ে ওই খুনের ঘটনা ঘটেছে৷
নিহত কুতুব ঢাকার নবাবগঞ্জের বাঘাদুয়ার এলাকার মোঃ হাবিবুর রহমানের ছেলে৷ টঙ্গীর আমতলী এলাকায় আব্দুল মজিদ মিয়ার বাসায় তারা বসবাস করতেন৷