মঙ্গলবার ● ২৪ মে ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বাল্যবিবাহ প্রতিরোধকল্পে সচেতনা বৃদ্ধি করণ অনুষ্ঠানে : শিশু বিষয়ক প্রতিমন্ত্রী
গাজীপুরে বাল্যবিবাহ প্রতিরোধকল্পে সচেতনা বৃদ্ধি করণ অনুষ্ঠানে : শিশু বিষয়ক প্রতিমন্ত্রী
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: (১০ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ রাত ১১.২০মিঃ) মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, যে স্বামী স্ত্রীকে বেশী সম্মানিত করবেন, সে স্ত্রীও স্বামীকে সম্মানিত করবে এটাই সত্য৷
২৪ মে মঙ্গলবার সকালে গাজীপুরের কালীগঞ্জে শহীদ ময়েজ উদ্দিন অডিটরিয়ামে বাল্যবিবাহ প্রতিরোধকল্পে সচেতনা বৃদ্ধি করণ কর্মসূচীর আওতায় এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেছেন৷
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি আরো বলেন, ১৮ বছরের আগে একজন মা শারিরিক ভাবে সক্ষম থাকে না৷ অর্ধেক জনগোষ্ঠী মানুষ নারী তাদেরকে ঘরে রেখে দেশ এগিয়ে যেতে পারে না৷ পবিত্র হজ্জ করতে গিয়ে দেখেছেন নারী পুরুষ একসাথে পবিত্র হজ্জ পালন করছেন৷ সবার মধ্যেই শালীনতা থকতে হবে, শুধু নারীর মধ্যে শালীনতা থাকতে হবে তা-নয় পুরুষের মধ্যেও থাকতে হবে৷ মা বোনদের প্রতি শ্রদ্ধা দেখাবেন, তাদের প্রতি নির্যাতন নয় সহনশীল হবেন ৷ আর ১৮ বছরের নিচে মেয়েদের বিয়ে না দিতে উপস্থিত জনসাধারণ ও সুশিল সমাজের প্রতি আহবান জানান৷
সেমিনারে বক্তোব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ পাভীন, বাহাদুশাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহবুদ্দিন আহাম্মেদ, তুমুলিয়া ইউনিয়ন পরিষদ নিকাহ রেজিষ্টার আবু তাহের৷
গাজীপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্দ্যোগে কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগীতায় সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মোঃ নুরুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ ভাইস চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল গনি ভুইয়া প্রমুখ৷