বুধবার ● ২৫ মে ২০১৬
প্রথম পাতা » করোনা আপডেট » রাঙামাটিতে যক্ষ্মা নিরোধ বিষয়ক এ্যাডভোকেসী সভা
রাঙামাটিতে যক্ষ্মা নিরোধ বিষয়ক এ্যাডভোকেসী সভা
ষ্টাফ রিপোর্টার :: (১১ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫০মিঃ) “আসুন যক্ষ্মা মুক্ত দেশ গড়ি” শীর্ষক প্রতিপাদ্য বিষয় নিয়ে বিভিন্ন ক্রীড়া সংগঠকদেরকে নিয়ে বুধবার ২৫ মে সকালে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সম্মেল কক্ষে জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) রাঙামাটি জেলা কমিটি আয়োজনে জেলা এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়৷
জেলা এ্যাডভোকেসী সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ডা. সুশোভন দেওয়ান৷
বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি সুনীল কানত্মি দে৷
এ্যাডভোকেসী সভার সভাপতিত্ব করেন জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব)’র রাঙামাটি জেলা কমিটির সভাপতি একেএম মকছুদ আহমেদ৷
প্রধান আলোচক ডা. সুশোভন দেওয়ান বলেন, বাংলাদেশে যক্ষ্মা একটি অন্যতম ঘাতক ব্যাধি যা প্রতি বছর বহু লোকের মৃতু্য ঘটায়৷ বর্তমানে এ রোগের চিকিত্সা ও ঔষধ বিনামূল্যে প্রদান করা হয়৷ আমাদের দেশে যক্ষ্মা সম্পর্কে সামাজিক কুসংস্থার এখনও রয়ে গেছে৷ পূর্ণ চিকিত্সায় যক্ষ্মা ভালো হয়৷
তিনি আরো বলেন, যক্ষ্মার প্রধান লক্ষণ সমুহ হচ্ছে : তিন সপ্তাহের বেশী কাশি, শরীরের ওজন ও ক্ষুধা কমে যাওয়া, বুকে ব্যাথা ও শ্বাস কষ্ট হওয়া ও সন্ধ্যায় বা রাতে জ্বর আসা ইত্যাদি৷
এসময়ে জেলা এ্যাডভোকেসী সভায় উপস্থিত ছিলেন জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব)’র রাঙামাটি জেলা কমিটির সাধারন সম্পাদক শাহ্ জাহান মজুমদার ও মো. হেলাল খন্দকার, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার প্রীতম রায়, বরুন দেওয়ান, জেলা ক্রীড়া অফিসার স্বপন কিশোর চাকমা, কিংশুক দেওয়ান, সাগর সেন, আবু সাদাত্ মোহাম্মদ সায়েম, মো. সবুর, প্রদীপ বড়ুয়া, রনেল চাকমা, শ্যামল দে, শাহ্ আলম, মনোয়ারা জসিম, ফজলে করিম, দেবানন চাকমা, আব্দুল করিম, বাদশা আলমগীর, মো. মামুন মিন্টু, হুমায়ন কবির ও মো. শফিকুল আলম প্রমুখ ক্রীড়া সংগঠক বৃন্দ৷