বুধবার ● ২৫ মে ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটের ভিসির সাথে জয়ধ্বনি’র মতবিনিময়
চুয়েটের ভিসির সাথে জয়ধ্বনি’র মতবিনিময়
রাউজান প্রতিনিধি :: (১১ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.০০মিঃ) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর নতুন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছে সাংস্কৃতিক সংগঠন চুয়েট জয়ধ্বনি এর কর্মকর্তাবৃন্দ। ২৫ মে বিকেলে ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি পরশ চাকমা, সহ-সভাপতি দিবেন্দু বিশ্বাস, সাধারণ সম্পাদক মো: ফরহাদ মাহমুদ সাগর, সাংগঠনিক সম্পাদক দীপক সূত্রধর, কোষাধ্যক্ষ বিমান সাহা, সহ-কোষাধ্যক্ষ আইনুল হাসান নাহিদ, প্রচার সম্পাদক একরামুল হক ইয়াসিন ও প্রযুক্তি সম্পাদক অন্তু বিশ্বেশ্বর নাথ প্রমুখ।
এ সময় চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, সহকারী পরিচালক (জনসংযোগ) ফজলুর রহমানও উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে চুয়েটের ৫ম ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পাওয়ায় অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমকে ফুলেল অভিনন্দন জানানো হয় এবং তাঁর দায়িত্ব পালনে সংগঠনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে বলে জানানো হয়।
এছাড়া জয়ধ্বনি’র বিভিন্ন উদ্যোগের ব্যাপারে ভাইস চ্যান্সেলরের বিশেষ দৃষ্টি কামনা করা হয়। এ সময় ভাইস অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, চুয়েট জয়ধ্বনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রম সুনাম ও দক্ষতার সাথে সম্পাদন করে যাচ্ছে।
এ বিশ্ববিদ্যালয়ের নানামুখী কার্যক্রমে এ সংগঠন যাতে অব্যাহত অবদান রাখতে পারে সেজন্য সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।