বুধবার ● ২৫ মে ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » কাউখালীতে হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
কাউখালীতে হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
ষ্টাফ রিপোর্টার :: (১১ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.৪০মিঃ) বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এবং স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা প্রোগ্রসিভ এর উদ্দ্যেগে গ্রামীণ দুঃস্থ ও হতদরিদ্র মহিলাদের সেলাই প্রশিক্ষণের মাধ্যমে আত্ন-কর্মসংস্থান প্রকল্পের আওতায় রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের ৬জন হতদরিদ্র মহিলাদের প্রোগ্রসিভ প্রশিক্ষণ কেন্দ্রে ৩মাস সেলাই প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করা হয়৷
বুধবার ২৫মে কাউখালীর ঘাগড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সেলাই প্রশিক্ষণ শেষে এ সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷
প্রোগ্রেসিভ সংস্থার নিবার্হী পরিচালক সুচরিতা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শান্তি মুণি চাকমা উপস্থি থেকে প্রশিক্ষনার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন৷ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যাক্তি ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন৷
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন- সেলাই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা যে কারিগরী দক্ষতা অর্জন করেছেন তা কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবেনা৷ এই অভিজ্ঞতা যেমন এখন আপনাদের সম্পদ তেমনি আমাদের কাউখালী উপজেলার জন্য আপনারা এখন দক্ষ মানব সম্পদ৷ প্রশিক্ষনে অর্জিত এ দক্ষতা কাজে লাগিয়ে আপনারা আর্থিকভাবে স্বচ্ছল ও লাভবান হবেন৷ তিনি বলেন, অর্জিত প্রশিক্ষণের অভিজ্ঞতা এই জেলার অন্য হতদরিদ্র মহিলাদের মাঝে বিলি করে আরো অনেক প্রশিক্ষিত মহিলা বেরিয়ে আসবে বলে আশা রাখি৷
শেষে সংস্থার নির্বাহী পরিচালক প্রকল্পের লক্ষ ও উদ্দেশ্য তুলে ধরে সকলের মঙ্গলময় জীবন কামনা করে সভা শেষ করেন৷